রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

লাখ টাকা বিদ্যুৎ বিল, ক্ষোভ ঝাড়লেন কঙ্গনা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২৫, ১১:০৫ এএম

শেয়ার করুন:

লাখ টাকা বিদ্যুৎ বিল ক্ষোভ ঝাড়লেন কঙ্গনা

অপ্রিয় সত্য মুখের ওপর বলতে ভালোবাসেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। ইন্ডাস্ট্রিতে ঠোঁট কাটা অভিনেত্রী হিসেবে বেশি পরিচিত। তার মন্তব্যের জেরে অস্বস্তিতে ভোগেন বলিউডের তাবড় অভিনয় শিল্পীরা। সেসব নিয়ে মোটেই ভাবেন না এ তারকা। 

বিপুল ভোটে বিজয়ী কঙ্গনা, যা বললেন সামাজিক মাধ্যমে


বিজ্ঞাপন


স্বঘোষিত বলিউড ‘ক্যুইন’ও তিনি । ব্যক্তিজীবনে একাধিকবার ‘ঘর ভাঙানি’ খ্যাতি জুটেছে তার। বিতর্কে আর কঙ্গনা এক অপরের পরিপূরক। গত বছরে রাজনীতিতে নাম লিখিয়েই লোকসভা নির্বাচনে মান্ডির সংসদ সদস্য নির্বাচিত হয়ে তাক লাগিয়ে দিয়েছেন অভিনেত্রী।

kongona_1 

এবার বাড়ির বিদ্যুৎ বিল লাখ টাকা নিয়ে হিমাচলের কংগ্রেস সরকারের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়লেন এ অভিনেত্রী। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদন উঠে এসেছে এই তথ্য। 

বাচ্চা নেওয়ার সময় হয়েছে, তবুও কেন বিয়ে হচ্ছে না— জানালেন কঙ্গনা


বিজ্ঞাপন


ওই প্রতিবেদন অনুযায়ী, কঙ্গনা রানাওয়াত বাড়িতে না থাকার পরও এক লাখ টাকা বিদ্যুৎ বিল এসেছে তার। এতেই চটেছেন অভিনেত্রী। সম্প্রতি মান্ডির এক রাজনৈতিক সভা অনুষ্ঠানে অংশ নিয়ে ওই ইস্যুতে রাজ্যের কংগ্রেস সরকারকে কটাক্ষ করেন। এমনকি ‘নেকড়ে’ বলেও মন্তব্য করেছেন বলি তারকা।

kongona_2

তিনি বলেন, ‘তবে আমাদের কাছে তো একটা উপায় রয়েছে। আমার যেসব ভাই-বোনরা মাঠে কাজ করেন, এই দেশ, এই রাজ্যকে উন্নতির শিখরে পৌঁছে দেয়া আমাদের সবার দায়িত্ব। আমি তো বলব, এরা নেকড়ে। আর আমাদের রাজ্যকে ওদের হাত থেকে রক্ষা করার দায়িত্বও আমাদেরই।’

বিজেপির প্রার্থী তালিকায় চমক, কঙ্গনা থাকলেও বাদ বহু মন্ত্রী-এমপি

সবশেষ কঙ্গনা অভিযোগ করে বলেন, ‘কতটা নাজুক অবস্থা, দেখুন। যেখানে আমি থাকিই না। এ মাসে আমার মানালির বাড়িতে এক লাখ টাকা বিদ্যুৎ বিল এসেছে। আমি এসব পড়ি আর এটা ভেবে লজ্জা পাই যে, হিমাচলে কী চলছে।’ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর