বলিউডের নিপাট ভদ্রলোক হিসেবে সুনাম আছে হৃতিক রোশনের। তেমন র দাগও নেই অভিনেতার ক্যারিয়ারে। এবারের গল্পটা ব্যতিক্রম। গোমাংস ভক্ষণের অভিযোগ উঠেছে তার ওপর। বিষয়টি ফের উস্কে দিলেন প্রাক্তন পাকিস্তানি ক্রিকেট তারকা দানিশ কানেরিয়া।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক মাধ্যমে হৃতিককে নিয়ে বিস্ফোরক এ দাবি তুলেছেন দানিশ। তিনি লিখেছেন, “বলিউড তারকা হৃতিক রোশন আমেরিকার একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেখানে মৌলবাদী ও খলিস্থানিদের সঙ্গে তিনি অনুষ্ঠান করেছেন। ওই অনুষ্ঠানে গোমাংসের পার্টি হয়েছিল এবং হিন্দু দেবদেবীদের চরম অপমান করা হয়েছে।”

হিউস্টনের এক অনুষ্ঠানে হৃতিককে নিয়ে এ বিতর্কের সূত্রপাত। ‘রঙ্গোৎসব’নামের বিশেষ সে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল রামনবমীতে । হোলি উদযাপনে আয়োজিত সে অনুস্থানে দেদারসে বিক্রি হয় গরুর মাংস ও মদ।
রামনবমীর ওই অনুষ্ঠানে ছিলেন হৃতিকও। ছবি ছড়িয়েছিল সামাজিক মাধ্যমেও। সেটিই উস্কে দিয়েছেন দানিশ। তবে এ নিয়ে কোনো মন্তব্য করেননি হৃতিক।

