বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মারা গেলেন জনপ্রিয় অভিনেতা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৫ জুন ২০২৫, ১০:৩০ এএম

শেয়ার করুন:

মারা গেলেন জনপ্রিয় অভিনেতা

বিনোদন অঙ্গনে আবারও শোকের ছায়া। মারা গেলেন জনপ্রিয় অভিনেতা জো মারিনেল্লি। গত রোববার (২২ জুন) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। অভিনেতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার বন্ধু লি জে. ম্যাকক্লসকি। অভিনেতা কয়েক বছর ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন। 

সামাজিক মাধ্যমে মারিনেল্লির মৃত্যুর খবর জানিয়ে তিনি লেখেন, ‘আমি জানতাম জো অসুস্থ ছিল। তার অদম্য মনোবল দেখে আমি সবসময়ই মুগ্ধ হতাম। অসাধ্য এক যুদ্ধ তিনি লড়ে গেছেনএবং সত্যিকার অর্থেই তিনি ছিলেন এক যোদ্ধা, এক চ্যাম্পিয়ন।’ 


বিজ্ঞাপন


অভিনেতার বন্ধু আরও লেখেন, ‘মারিনেলি ছিলেন দারুণ একজন সহ-অভিনেতা, শিক্ষক, দার্শনিক বন্ধু,অসাধারণ একজন গল্পকার। যিনি হাস্যরস এবং গভীরতার মাধ্যমে মানব আত্মাকে অসাধারণভাবে তুলে ধরতেন। তার পরিবারের সদস্যদের মধ্যে সংগীত ও শিল্পের প্রতি রয়েছে অন্যরকম ভালোবাসা। আমার প্রিয় বন্ধুকে বিদায় জানাতে খুব কষ্ট হচ্ছে।’ 

ap22058850670989

অভিনেতা জো মারিনেলি ‘জেনারেল হসপিটাল’ এবং ‘দ্য মর্নিং শো’-এর মতো টেলিভিশন শো এর মাধ্যমে তারকা খ্যাতি পান। ১৯৫৭ সালে আমেরিকার কনেকটিকাটে তার জন্ম। তিনি লস এঞ্জেলেসের বেসরকারি বিশ্ববিদ্যালয় লয়োলা মেরিমাউন্ট ইউনিভার্সিটি পড়াশোনা করেছেন। 


বিজ্ঞাপন


অভিনয় জীবনের শুরুর দিকে কাজগুলোর মধ্যে উল্লেখযোগ্য ‘এল.এ. ল’ এবং ‘হিল স্ট্রিট ব্লুস’ । টিভি চরিত্রগুলোর মধ্যে আছে ‘সেন্টা বারবারা’ তে বান্নি তাগলিয়াত্তি, ‘জেনারেল হসপিটাল’ এ জোসেফ এবং ‘দ্য মর্নিং শো’ তে ডনি স্পাগনোলি চরিত্রে অভিনয় করে দর্শকদের ভালোবাসা পেয়েছিলেন। এছাড়াও ‘দ্য ওয়েস্ট উইয়িং’, ‘হাউস’,‘ভিক্টোরিয়াস’, ‘ডেসপারেট হাউস উইভার্স’, ‘দ্যা অফার’ এর মতো জনপ্রিয় সিরিজেও দেখা গেছে অভিনেতাকে।

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর