দক্ষিণি অভিনেতা নন্দমুরি তারকা রত্ন আর নেই। শনিবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৯ বছর। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
অভিনেতার পাশাপাশি রাজনীতিবিদ ছিলেন নন্দমুরি। গত ২৭ জানুয়ারি ভারতের অন্ধ্রপ্রদেশের চিত্তুর জেলায় আয়োজিত এক রাজনৈতিক পদযাত্রায় অংশ নিয়েছিলেন তিনি। ওই পদযাত্রায় হঠাৎ জ্ঞান হারান তিনি। সেসময় গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়া হয় তাকে। কিন্তু শারীরিক অবস্থার অবনতি ঘটায় বেঙ্গালুরুর নারায়ণ হৃদয়ালয় হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাকে। সেখানে টানা ২৩ দিন চিকিৎসাধীন থাকার পর শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
বিজ্ঞাপন
আরও পড়ুন: অবশেষে বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘পাঠান’!
নন্দমুরির পরিবার জানিয়েছে, হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই তিনি অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় ছিলেন। পরে গতকাল শনিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
রাজনীতিতে আসার আগেই অভিনয়ে নাম লিখিয়েছিলেন তারকা রত্ন। ‘ওকাতো নম্বর কুরাডু’সহ বেশ কয়েকটি তেলগু সিনেমায় অভিনয় করেছেন তিনি। তবে পরিচিতি পেয়েছিলেন রাজনীতিতে নাম লিখিয়ে। সম্পর্কে দক্ষিণের জনপ্রিয় অভিনেতা জুনিয়র এনটিআরের ভাই ছিলেন তিনি।
আরও পড়ুন: মানুষের অভিশাপ খুব ভয়াবহ: প্রভা
বিজ্ঞাপন
এ অভিনেতার মৃত্যুতে তার চলচ্চিত্রাঙ্গনের অনেকেই সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছেন। দক্ষিণের জনপ্রিয় অভিনেতা চিরঞ্জীবী লিখেছেন, ‘একথা জানতে পেরে খুবই কষ্ট পেয়েছি। নন্দমুরি তারকা রত্নের অকাল মৃত্যু মর্মান্তিক। এমন উজ্জ্বল, মেধাবী, স্নেহময় যুবক খুব তাড়াতাড়ি চলে গেলেন! পরিবারের সকল সদস্য এবং অনুরাগীদের জন্য রইল আন্তরিক সমবেদনা! তার আত্মার শান্তি কামনা করি।’
চলচ্চিত্রাঙ্গনের পাশাপাশি তার রাজনৈতিক সহযোদ্ধাদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডিও শোকপ্রকাশ করেছেন নন্দমুরির মৃত্যুতে।
আরআর

