শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

অক্ষয়-পরেশের ঝগড়ার অবসান, ‘হেরা ফেরি ৩’-এ ফিরবেন বাবুরাও?

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩০ জুন ২০২৫, ১০:১৭ এএম

শেয়ার করুন:

অক্ষয়-পরেশের ঝগড়ার অবসান,  ‘হেরা ফেরি ৩’-এ ফিরবেন বাবুরাও?

অক্ষয় কুমার, সুনীল শেঠি ও পরেশ রাওয়াল মিলে দর্শকদের মুগ্ধ করেছিলেন ‘হেরা ফেরি’ সিনেমার মাধ্যমে। পরপর দুই কিস্তিতে এই ত্রয়ী বিনোদন দিয়েছেন। এবার তৃতীয় অধ্যায়ের পালা। শুনেই উচ্ছ্বসিত হয়েছিলেন দর্শক। তবে তাতে জল ঢেলেছিলেন পরেশ রাওয়াল।

‘হেরা ফেরি ৩’ থেকে সরে দাঁড়ানোর ঘোষণায় মন ভেঙেছিল অনুরাগীদের। সেই ঘটনা গড়িয়েছিল আদালত পর্যন্ত। পরেশের বিরুদ্ধে ২৫ কোটি রুপি ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছিলেন অক্ষয়। এবার ‘হেরা ফেরি ৩’-এর অনুরাগীদের সুখবর দিলেন পরেশ। সব দ্বন্দ্ব ভুলে আবারও ফিরছেন পর্দার বাবুরাও। 

491440001-18348754183157301-1747731408_20250521_131606047

সম্প্রতি, পরেশ রাওয়াল এক সাক্ষাৎকারে ‘হেরা ফেরি ৩’ সম্পর্কিত বিতর্ক নিয়ে খোলামেলা কথা বলেন অভিনেতা। তিনি বলেন, ‘এখন সব সমস্যার সমাধান হয়ে গেছে। কোনো বিতর্ক নেই। যখন দর্শক কোনো কিছু এত ভালোবাসে, তখন আমাদের দ্বিগুণ দায়িত্ব নিয়ে কাজ করতে হয়। আমরা দর্শকদের কাছ থেকে ভালোবাসা পেয়েছি, সেটা হালকাভাবে নেওয়া যায় না।’

তিনি আরও বলেন, ‘আমি চেয়েছিলাম সবাই একসঙ্গে পরিশ্রম করুক। আর কিছু না। এখন সব ঠিক হয়ে গেছে।’

98281737

পরেশ রাওয়াল কী ‘হেরা ফেরি ৩’ ছবিতে ‘বাবুরাও’ চরিত্রে ফিরবেন? এমন প্রশ্নের জবাবে অভিনেতা বলেন, ‘ছবিটি আগে যেমনভাবে মুক্তি পাওয়ার কথা ছিল, ঠিক তেমনভাবেই মুক্তি পাবে।’

এর আগে অক্ষয় কুমারের প্রযোজনা সংস্থা ‘কেপ অফ গুড ফিল্মস’ ২৫ কোটি রুপির ক্ষতিপূরণ দাবি করে আইনি নোটিশ পাঠিয়েছিল পরেশ রাওয়ালকে। এরপরই জানা যায় ১১ লক্ষ টাকার সাইনিং অ্যামাউন্ট ফেরত দিয়েছেন।  

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর