বৃহস্পতিবার, ২ মে, ২০২৪, ঢাকা

অভিনেতা পরেশ রাওয়ালকে কলকাতা থানায় তলব

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০২২, ১০:১০ এএম

শেয়ার করুন:

অভিনেতা পরেশ রাওয়ালকে কলকাতা থানায় তলব

বাঙালি মানেই মাছ নিয়ে বিলাসিতা। সেই বাঙালির বিরুদ্ধেই গত ২ ডিসেম্বর বেফাঁস মন্তব্য করেছিলেন বিজেপি নেতা ও বলিউড অভিনেতা পরেশ রাওয়াল বলেছিলেন, ‘গ্যাসের দাম বাড়লে তা আবার কমে যাবে। মূল্যবৃদ্ধি হলে সেটাও লাগামের মধ্যে চলে আসবে। সকলের কর্মসংস্থানও হবে। কিন্তু দিল্লির মতো আপনাদের চারপাশেও রোহিঙ্গা আর বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ঘুরে বেড়ায়, তখন কী করবেন? কমদামের গ্যাসে মাছ রান্না করে বাঙালিদের খাওয়াবেন?’

গ্যাসের মূল্যবৃদ্ধি এবং কর্মসংস্থান নিয়ে বলতে গিয়ে এমনই ‘জাতিগত বিদ্বেষ’ ছড়িয়েছিলেন পরেশ। সেই কারণেই তাকে তলব করল কলকাতা পুলিশ।


বিজ্ঞাপন


পরেশের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিলেন বাম নেতা মহম্মদ সেলিম। মামলা দায়ের করা হয় ১৫৩, ১৫৩-এ, ১৫৩-বি ও ৫০৪ ধারায়। মানে, অশান্তি সৃষ্টির উস্কানি, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতার উদ্দেশ্য, ভাষা বা জাতিগত গোষ্ঠীর অধিকার না মানা এবং উস্কানি দেওয়ার জন্য অপমান—এই সমস্ত ধারায় মামলা রুজু করা হয়েছিল। গতকাল ৬ ডিসেম্বর অভিযোগের ভিত্তিতে ‘এফআইআর’ দায়ের করে তালতলা থানার পুলিশ।’

এ সম্পর্কিত আরও খবর
বাঙালিকে বলিউড অভিনেতার তিরস্কার, শ্রীলেখার প্রতিবাদ

তারপরে পরেশকে তলব করে তালতলা থানা। ১২ ডিসেম্বর তাকে হাজিরা দিতে বলা হয়েছে। মহম্মদ সেলিম অভিযোগ দায়েরর পরে বলেছিলেন, পরেশ রাওয়ালের এই মন্তব্য উস্কানিমূলক। এর ফলে বাঙালি এবং অন্যান্য জাতির মধ্যে সম্প্রীতি নষ্ট হতে পারে। পরেশের মন্তব্যের তীব্র বিরোধিতা করেছিল বাংলাপক্ষ।

যদিও বিতর্কের জেরে বাধ্য হয়ে টুইট করে ক্ষমাপ্রার্থনা করেন পরেশ রাওয়াল। তিনি লেখেন, ‘মাছের কথাটি এখানে প্রাসঙ্গিক নয়। গুজরাটের মানুষও মাছ রান্না করে খান। বাঙালি জাতিকে অপমান করা আমার উদ্দেশ্য ছিল না। বাঙালি বলতে বেআইনি বাংলাদেশি ও রোহিঙ্গাদের কথা বোঝাতে চেয়েছি। তবে আমার কথায় কারোও ভাবাবেগে আঘাত লাগলে ক্ষমা চাইছি।’


বিজ্ঞাপন


তবে ক্ষমা চাওয়ার পরও জনরোষ কমছেই না। ভারতবর্ষের বাঙালিরা নিজ নিজ অবস্থান থেকে পরেশের বক্তব্যের প্রতিবাদ করছেন। সেইসেঙ্গে বিদ্বেষমূলক বক্তব্যের জন্য বিচার দাবি করেছেন তারা।

/আরএসও

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর