অক্ষয় কুমার, সুনীল শেঠি ও পরেশ রাওয়াল মিলে দর্শকদের মুগ্ধ করেছিলেন ‘হেরা ফেরি’ সিনেমার মাধ্যমে। পরপর দুই কিস্তিতে এই ত্রয়ী বিনোদন দিয়েছেন। এবার তৃতীয় অধ্যায়ের পালা। শুনেই উচ্ছ্বসিত হয়েছিলেন দর্শক। তবে তাতে জল ঢেলে দিয়েছেন পরেশ। ‘হেরা ফেরি ৩’-এ থাকছেন না জানিয়েছেন এরইমধ্যে। এতে বেজায় চটেছেন অক্ষয়। পরেশের বিরুদ্ধে ২৫ কোটি রুপি ক্ষতিপূরণ চেয়ে পাঠিয়েছেন আইনি নোটিশ।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, অক্ষয় ক্ষতিপূরণ চেয়েই বসে নেই। সিদ্ধান্ত নিয়েছেন মামলা করার। এ নিয়ে কথা বলেছেন ছবির পরিচালক প্রিয়দর্শনও।

তার কথায়, ‘পরেশ আমাকে কিছুই জানাননি। তবে এখানে আমার হারানোর কিছুই নেই। অক্ষয়ের রেগে যাওয়ার কারণ অক্ষয় এই সিনেমায় টাকা বিনিয়োগ করেছেন। কিন্তু আমি এটা ভেবেই অবাক হয়ে যাচ্ছি, এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে পরেশ একবার আমার সঙ্গে কথা বলতে পারতেন।’
অভিনেতা সুনীল শেঠিও বিস্মিত পরেশের কাণ্ডে। তিনি বলেছেন, ‘আমি এই বিষয়ে কিছুই জানতাম না। কারও সাথে কোনো কথা হয়নি আমার। আমি একবার ভেবেছিলাম পরেশকে মেসেজ দিয়ে ব্যাপারটা জিজ্ঞেস করব পরে সামনাসামনি আলোচনা করব।’

আরও বলেন, ‘এটা সত্যিই খুব বাজে পরিস্থিতি। আমরা সিনেমাটির মাঝামাঝি একটা সময় এসে দাঁড়িয়েছি, এখন যদি কেউ ছবি ছেড়ে চলে যায় তাহলে এটা সবার জন্যই বড় ধাক্কা হয়ে যাবে। আমি তো কিছুই জানতাম না, আমার মেয়ে আমাকে প্রথম খবর দেয়।’
এদিকে চুপ নেই পরেশও। তিনি জানিয়েছেন, কারও সঙ্গে বিরোধের কারণে তিনি সরে দাঁড়াননি। ছবিটিতে কাজ করতে ইচ্ছুক নন বলেই নিজেকে গুটিয়ে নিয়েছেন।

