মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ক্যানসার কেড়ে নিল জনপ্রিয় গায়কের প্রাণ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৬ জুন ২০২৫, ১২:৪২ পিএম

শেয়ার করুন:

ক্যানসার কেড়ে নিল জনপ্রিয় গায়কের প্রাণ

ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে পাড়ি জমালেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা ববি শেরম্যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। অভিনেতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার স্ত্রী ব্রিজিট পুব্লন শারম্যান। 

গত মঙ্গলবার (২৪ জুন) সামাজিক মাধ্যমে অভিনেতার স্ত্রী এক আবেগঘন পোস্টে লিখেছেন,‘মৃত্যুর আগ মুহূর্তেও আমার হাত ধরে ছিলেন। যা আমাদের ২৯ বছরের ভালোবাসা ও সম্মানের প্রতীক। সবচেয়ে কঠিন সময়েও সে আমার পাশে থেকেছে।’


বিজ্ঞাপন


জানা গেছে, গত এপ্রিল মাসে অভিনেতার শরীরে ক্যানসার ধরা পড়ে। অভিনেতার কিডনিতে ক্যানসারের কোষ শনাক্ত হয়। এরপর দ্রুতই তাঁর অবস্থা অবনতি হতে থাকে। কিডনি থেকে পুরো শরীরে রোগটি ছড়িয়ে পড়ে। 

AA1BRu4X

জনপ্রিয় অভিনেতা ও শিল্পী ববি শেরম্যানের মৃত্যুতে সহকর্মী ছাড়াও অনুরাগীরা শোক প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমে অভিনেতার স্ত্রী যোগ করেন, ‘সারা পৃথিবীর মানুষের ভালোবাসা মৃত্যুশয্যা ববিকে ছুঁয়ে গিয়েছিল। মৃত্যুর আগে মুহূর্তেও ওঁর চোখে মুখে আনন্দের ঝিলিক ছিল। মুখের হাসি ফুরায়নি।’


বিজ্ঞাপন


১৯৬৮ সালে টিভি সিরিজ ‘হেয়ার কাম দ্য ব্রাইড’ দিয়ে ব্যাপক পরিচিতি পান। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। দর্শকদের উপহার দিয়েছেন, ‘লিটিল ওইম্যান’, ‘লা লা লা’, ‘ইজি কাম’,’ইজি গো’, ‘ডু ইউ লাভ মি’ -এর মতো জনপ্রিয় গান। বিলবোর্ড চার্টে একের পর এক হিট গান তাঁকে এনে দেয় তারকা খ্যাতি। 

ob_1750861853

জনপ্রিয়তার চূড়ায় থাকা অবস্থায় শোবিজ অঙ্গন থেকে বিদায় নেন ববি। হলিউড ছেড়ে তিনি হয়ে ওঠেন একজন সার্টিফায়েড এবং লস অ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্টের প্রশিক্ষক। জীবনের শেষ দিকে নিজেকে মানুষের উপকারে উৎসর্গ করেছিলেন।  

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর