রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রামোজি ফিল্ম সিটি একটি ভুতুড়ে জায়গা, মন্তব্য করে বিতর্কিত কাজল 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৪ জুন ২০২৫, ১১:৫৭ এএম

শেয়ার করুন:

রামোজি ফিল্ম সিটি একটি ভুতুড়ে জায়গা, মন্তব্য করে বিতর্কিত কাজল 

ভূত বলে কিছু নেই— ওপরে ওপরে এরকম বললেও অনেকে আছেন ভেতরে ভেতরে ভূতের ভয় লালন করেন। কেউ আবার প্রকাশ্যে ভূতে বিশ্বাসের কথা স্বীকার করেন। এই যেমন বলিউড তারকা কাজল। তিনি জানিয়েছেন ভারতেরর রামোজি ফিল্ম সিটি একটি ভুতুড়ে জায়গা।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, রামোজি নিয়ে এরকম মন্তব্য করে বিতর্কে পড়েছেন কাজল। নেটিজেনদের কটাক্ষের স্বীকার হচ্ছেন। এবার বিষয়টি নিয়ে ভোল পাল্টালেন অভিনেত্রী। 

kajol-1-670a1d080b1f2_20241013_085935765

বিতর্কিত হওয়ার পর রামোজি ফিল্ম সিটি নিয়ে বলেন, ‘রামোজি ফিল্ম সিটি নিয়ে আমার আগের মন্তব্য সম্পর্কে বলতে চাই। আমি ওখানে বহু সিনেমা শুট করেছি। ভীষণই পেশাদার পরিবেশ। বহু পর্যটক ঘুরতেও আসেন। দারুণ জায়গা। পরিবার ও বাচ্চাদের জন্য একদম নিরাপদ।’

অথচ এর আগে এক সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়, তিনি কি কখনও ভূতুড়ে কোনো ব্যাপার উপলব্ধি করেছেন? জবাবে রামোজি ফিল্ম সিটির উদাহরণ টেনে বলেছিলেন, “এরকম জায়গার একটা বড় উদাহরণ হলো রামোজি ফিল্ম সিটি। যেটা বিশ্বের সবথেকে বড় ভূতুড়ে জায়গাগুলির মধ্যে একটি। তবে আমি ভীষণ ভাগ্যবতী যে আমি কখনও তেনাদের নিজের চোখে দেখিনি।”

kajol-a-1747916479

অভিনেত্রীর সুর পাল্টে যাওয়ায় অনেকে অবাক। কেউ মনে করছেন দক্ষিণী বাজারে নিজের সিনেমা ফ্লপের ভয়ে কথা বদলালেন কাজল। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর