রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কাজলের সঙ্গে গোপন সম্পর্ক? সত্য সামনে আনলেন শাহরুখ  

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৪, ০১:৩৮ পিএম

শেয়ার করুন:

কাজলের সঙ্গে গোপন সম্পর্ক? সত্য সামনে আনলেন শাহরুখ  

বলিউডের অন্যতম জুটি হিসেবে শাহরুখ-কাজলের সুনাম রয়েছে। অনুরাগীরা তাদের একসঙ্গে দেখতে সর্বদা মুখিয়ে থাকেন। গুঞ্জন উঠেছিল পর্দা পেছনেও জমে উঠেছিল তাদের রসায়ন। 

আরও রটেছিল শাহরুখ-কাজলকে নিয়ে ভক্তদের উন্মাদনা মাত্রা ছাড়িয়েছিল। বিরক্ত হয়েছিলেন অজয়। বিষয়টি ঘিরে কিং খানের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল তার। দর্শকরাও চাইছিলেন কাজলের সঙ্গে বিচ্ছেদ ঘটান অজয়। 


বিজ্ঞাপন


srk-20220501113808

তবে শাহরুখ জানান, সাধারণ মানুষ অনেক সময় অনেক কিছু বলেন, কিন্তু সেটি কখনও পেশাগত জীবনে প্রভাব ফেলতে দেওয়া যাবে না। অবশ্য সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি পাল্টাতে থাকে। ফলে শাহরুখ ও অজয়ের মধ্যে যে অস্বস্তি তৈরি হয়েছিল, সেটি আস্তে আস্তে মিটে যায়। কাজল দুজনের সঙ্গে কাজ করতে থাকেন। তৈরি হয় ‘দিলওয়ালে’। 

ছবিটি দর্শক মনে ঝড় তুলেছিল। শাহরুখ কাজলের রোম্যান্স থেকে শুরু করে অ্যাকশন, তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন। আজও সকলে মুখিয়ে রয়েছেন, কবে আবারও পর্দায় ফিরতে চলেছেন এই জুটি। 

juti-photo-20220501112744


বিজ্ঞাপন


শাহরুখ-কাজল জুটির সফল সিনেমাগুলোর মধ্যে অন্যতম ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’। অনুরাগীরা ভালোবেসে নাম দিয়েছেন ‘ডিডিএলজে’। এই জুটির আরও অনেক সফল চলচ্চিত্র রয়েছে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর