রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

প্রতিমাকে সিঁদুর পরাতে গিয়ে অঘটন ঘটালেন কাজল 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৪, ০৮:৫৯ এএম

শেয়ার করুন:

প্রতিমাকে সিঁদুর পরাতে গিয়ে অঘটন ঘটালেন কাজল 

গতকাল শনিবার বিজয়া দশমী উপলক্ষে গোটা বলিউড মেতে উঠেছিল সিঁদুর খেলায়। সেখানকার জনপ্রিয় তারকা কাজলও আছেন এ তালিকায়। তবে প্রতিমাকে সিঁদুর পরাতে গিয়ে ঘটিয়েছেন অঘটন। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

মুখার্জী বাড়িতে এবারও জমে উঠেছে পূজা। সেখানে দশমীতে এসে সবার ব্যস্ততা যেন আরও বাড়ে। সিঁদুর দিতে লাল পাড় সাদা শাড়িতে হাজির হতে দেখা যায় কাজলকে। সিঁড়ি দিয়ে উঠেছিলেন তিনি। হঠাৎই ঘটে অঘটন। মোবাইল ফোন দেখতে দেখতে সিঁড়ি দিয়ে মাড়াচ্ছিলেন কাজল। আচমকাই হাত থেকে ফোন যায় পড়ে। তিনি রীতিমতো চমকে ওঠেন। কিন্তু ততক্ষণে যা ঘটার ঘটে গেছে।


বিজ্ঞাপন


এদিকে এ ঘটনা বন্দি হয়েছে ক্যামেরায়। ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। তা দেখে নেটিজেনরা বিভিন্ন মন্তব্য করছেন। চলতে চলতে ফোন দেখতে নেই— উপদেশ শুনিয়েছেন তারা। যদিও সেসবের কোনো উত্তর দেননি অভিনেত্রী।

এবার পূজায় আরও একবার সংবাদের শিরোনাম হন কাজল। সেবারের বিষয় ছিল তার রাগ। পাপারাজ্জিদের ওপর চটেন অভিনেত্রী। ভিডিওতে বলতে শোনা গিয়েছিল, ‘যারা জুতা পরে এসেছেন, তারা সরে যান। সবাই পূজাকে একটু সম্মান করুন।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর