ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়া রূপে ও গুণে অনন্য। অভিনেত্রীর সৌন্দর্যে বুঁদ হয়ে আছেন আট থেকে আশি বছরের অনুরাগীরা। গত ১৮ এপ্রিল থাইল্যান্ড যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেফতার হয়েছিলেন। গ্রেফতারের একদিন পর জামিনে মুক্তি পেয়েছিলেন।
জামিনে মুক্তির পর গত একমাস সামাজিক মাধ্যমে অনিয়মিত ছিলেন ফারিয়া। কোনো অনুষ্ঠানেও দেখা যায়নি। ছোট বিরতির পর সোশ্যাল মিডিয়ায় আবার সরব হয়েছেন। আজ সোমবার (২৩ জুন) অভিনেত্রীর ফেসবুকে ২৪ সেকেন্ডের একটি রিলস ভিডিও পোস্ট করেছেন। ওই ভিডিওতে অভিনেত্রীর কোকড়ানো চুল সাথে সোনালি রঙের ঝলমলে পোশাক।

অভিনেত্রীর হাতে শোভা পাচ্ছে গোলপ ফুল। নুসরাত ফারিয়ার আবেদনময়ী উপস্থিতি নজর কেঁড়েছে নেটিজেনদের। ওই পোস্টের ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘শব্দের কী প্রয়োজন, যখন তোমার চোখ আগেই সব বলেছে?’
অভিনেত্রীর পোস্ট হিল্লোল তুলেছে নেটিজেনদের মনে। প্রমাণ মিলেছে মন্তব্যের ঘরে। একজন মন্তব্যের ঘরে লিখেছেন, ‘বাংলাদেশের সবচেয়ে সুন্দরী নায়িকা’ অন্য একজন লিখেছে,’তোমার চোখ কথা বলে’।
ইএইচ/

