রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নুসরাত ফারিয়া বিমানবন্দরে আটক 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ মে ২০২৫, ০২:৩৯ পিএম

শেয়ার করুন:

নুসরাত ফারিয়া বিমানবন্দরে আটক 

ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়াকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয়েছে। থাইল্যান্ড যাওয়ার সময় আজ রোববার ফারিয়াকে আটক করা হয়েছে বলে খবরটি ঢাকা মেইলকে নিশ্চিত করেছে বিমানবন্দর সূত্র।

বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তার থাইল্যান্ড যাওয়ার কথা ছিল ফারিয়ার৷ তাকে ভাটারা থানার জুলাইয়ে হওয়া একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। তবে তাকে এখনও ভাটারা থানা পুলিশ বুঝে পায়নি বলে ঢাকা মেইলকে জানিয়েছেন বাড্ডা জোনের এসি এএইচএম শফিকুর রহমান। 


বিজ্ঞাপন


এদিকে নুসরাত ফারিয়ার নামে একটি হত্যা মামলা রয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানী ঢাকার ভাটার এলাকায় শিক্ষার্থী হত্যাচেষ্টার অভিযোগে তিনিসহ ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে মামলাটি হয়।

নুসরাত ফারিয়াকে সবশেষ জ্বিন ৩ সিনেমায় দেখা গেছে। গেল ঈদে মুক্তি পায় সিনেমাটি। এতে তার বিপরীতে ছিলেন আব্দুন নূর সজল। ছবিটি পরিচালনা করেন কামরুজ্জামান রোমান।


বিজ্ঞাপন


এমআইকে/আরআর 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর