রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কাশিমপুর কারাগারে অভিনেত্রী নুসরাত ফারিয়া

জেলা প্রতিনিধি, গাজীপুর 
প্রকাশিত: ১৯ মে ২০২৫, ০৭:১৬ পিএম

শেয়ার করুন:

faria
চিত্রনায়িকা নুসরাত ফারিয়া

আলোচিত চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (১৯ মে) দুপুর আড়াইটার দিকে প্রিজন ভ্যানে করে তাকে কারাগারে আনা হয় বলে নিশ্চিত করেছেন কারা কর্তৃপক্ষ।


বিজ্ঞাপন


কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের জেল সুপার কাওয়ালিন্নাহার জানান, দুপুর আড়াইটায় নুসরাত ফারিয়াকে পুলিশ প্রহরায় কারাগারে নিয়ে আসা হয় এবং নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে কারাবন্দি হিসেবে গ্রহণ করা হয়।

এর আগে, সোমবার সকালে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গতকাল রোববার (১৮ মে) রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাইল্যান্ডগামী একটি ফ্লাইটে ওঠার প্রস্তুতিকালে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে। ওই সময় তার বিরুদ্ধে ভাটারা থানায় দায়ের করা একটি হত্যা চেষ্টা মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল।

জানা গেছে, চলতি বছরের জুলাই মাসে গণ-অভ্যুত্থানের সময় দায়ের হওয়া ওই মামলায় নুসরাত ফারিয়াকে আসামি করা হয় এবং তার বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়।


বিজ্ঞাপন


প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর