রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ক্ষমা প্রার্থনা মেজবাহর, যা বলছেন পার্থ মজুমদার 

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ২২ জুন ২০২৫, ০২:১০ পিএম

শেয়ার করুন:

অডিও বার্তায় ক্ষমা প্রার্থনা মেজবাহর,যা বলছেন পার্থ মজুমদার 

দিন দুয়েক আগে সংগীত পরিচালক পার্থ মজুমদার সামাজিক মাধ্যমে একটি পোস্ট দেন। সেখানে গজলশিল্পী মেজবাহ আহমেদের বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহারের অভিযোগ আনেন তিনি। মজুমদারের মতো নিপাট ভদ্র লোকের সঙ্গে মেজবাহর এহেন আচরণে মুহূর্তেই নড়েচড়ে বসে মিউজিক ইন্ডাস্ট্রি। কেউ জঘন্য ঘটনা বলে অভিহিত করেন, কেউ মেজবাহর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন। 

বিষয়টি ছড়িয়ে পড়তেই মেজবাহর কাছের করেকজন মিলে সুরাহার উদ্যোগ নেন। মগবাজারের দিলু রোডের একটি স্টুডিওতে ডাকা হয় তাকে। তবে গেল শুক্রবার রাতে সে ডাকে সাড়া দেননি মেজবাহ। তবে শুক্রবার রাতে সাড়া না দিলেও নিষ্ক্রিয় ছিলেন না মেজবাহ। তিনি গতকাল শনিবার এক অডিওবার্তার মাধ্যমে পার্থ মজুমদারের কাছে ক্ষমা প্রার্থনা করেন। 


বিজ্ঞাপন


পার্থ মজুমদারকে পাঠানো সেই অডিও বার্তায় মেজবাহকে বলেন, ‘দাদা, যেকোনোভাবেই হোক একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে। একটা অন্যায় হয়ে গেছে। আপনি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই। আমি মনে করি, আপনি আমাদের সংগীতাঙ্গনের অসাধারণ শিল্পী, অসাধারণ মানুষও। আমি নিজেও খুব দুঃখিত, খুব আত্মগ্লানিতে ভুগছি। পল্লবদা, ছোট ভাই রাজীব, আমার বন্ধু সুমন (আসিফ)—ওরা সবাই আমাকে জানিয়েছে। আমি আপনার ফেসবুক পোস্ট দেখেছি। ওরা স্ক্রিনশট পাঠিয়েছে। আপনি মনে কিছু রাইখেন না, এটা সত্যিই আমার অন্যায় হয়ে গেছে।’

এরপর মেজবাহ বলেন, ‘আপনার মনে থাকার কথা, যখনই আমাদের সঙ্গে দেখা হতো, আপনার পা ছুঁয়ে সালাম করতাম বড় ভাই হিসেবে। অনুরোধ রইল, মনে কোনো কষ্ট রাইখেন না। কীভাবে, কেন এই ঘটনা ঘটেছে, তার আর বিস্তারিতে না যাই। আমি অন্তরের অন্তস্তল থেকে আপনার কাছে করজোড়ে ক্ষমা চাইছি। আপনার সঙ্গে এত বছর যোগাযোগ, কখনও তো এ রকম দুর্ঘটনা ঘটেনি। এ ঘটনাকে দুর্ঘটনা হিসেবে মনে করবেন, মনে কোনো কষ্ট নিবেন না। আমাকে বদদোয়া দিয়েন না। আপনি আমাকে ক্ষমা করে দেন। আমি সত্যি আপনার কাছে ক্ষমাপ্রার্থী। আমার সেই ভরসা আছে, আপনি আমাকে ক্ষমা করতে পারবেন।’

এ প্রসঙ্গে ঢাকা মেইলকে পার্থ মজুমদার বলেন, ‘হ্যাঁ, সে (মেজবাহ আহমেদ) আমার কাছে ক্ষমা চেয়েছে। আমি ক্ষমা করে দিয়েছি। তবে একটা কথা, কেউ যেন কারও সঙ্গে এরকম আচরণ না করে। কেউ যেন কাউকে অসম্মান না করে। এটাই আমার প্রত্যাশা।’

পার্থ মজুমদার বলেন, ‘তবে শুনেছি, সে নাকি এর আগেও এরকম আচরণ অনেকের সঙ্গে করেছেন। আমার সঙ্গেও এরকম ব্যবহার করায় গোটা ইন্ডাস্ট্রি তার ওপর বিরক্ত ও ক্ষুব্ধ। আমি আমার জায়গা থেকে ক্ষমা করে দিয়েছি। কিন্তু কথা হচ্ছে, এরপরও সে ইন্ডাস্ট্রির অন্যদের সঙ্গে এরকম আচরণ করতে পারে। অন্যকে বিরক্ত করতে পারে। বিষয়টি ইন্ডাস্ট্রি ভেবে দেখতে পারে।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর