রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

২০-২৫ জন করে দর্শক হচ্ছে, পাইরেসির কারণে ‘তাণ্ডব’ জোয়ারে ভাটা

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ২২ জুন ২০২৫, ১২:৪৭ পিএম

শেয়ার করুন:

২০-২৫ জন করে দর্শক হচ্ছে, পাইরেসির কারণে ‘তাণ্ডব’ জোয়ারে ভাটা

কোরবানি ঈদে মুক্তিপ্রাপ্ত সবচেয় বড় সিনেমা শাকিব খানের ‘তাণ্ডব’। এ সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় দিয়ে বড়পর্দায় অভিষেক হয়েছে অভিনেত্রী সাবিলা নূরের। মাল্টিপ্লেক্সে হাউজফুল গেলেও সিঙ্গেল স্ক্রিনে মোটামুটি ব্যবসা করছিল রায়হান রাফীর সিনেমাটি। 

তবে সেই জোয়ারে ভাটা আনে পাইরেসি। মুক্তির কয়েকদিনের মধ্যে ‘তাণ্ডব’-এর এইচডি ভার্সন পাইরেসি হওয়ায় টিকিট কাউন্টারগুলোতে দর্শকদের দীর্ঘ লাইনের দেখা মিলছে না। যার ফলে, যেকোনো সময় হল থেকে ‘তাণ্ডব’ সিনেমা নামিয়ে নেওয়ার কথা ভাবছেন দেশের বৃহত্তম সিনেমা হল ‘মণিহার’-এর কর্ণধার জিয়াউল ইসলাম।  

Screenshot_2025-06-22_130020

ঢাকা মেইলকে তিনি বলেন, “ঈদে ‘তাণ্ডব’ মুক্তির পর দর্শকদের ভালো সাড়া ছিল। তবে পাইরেসির পর দর্শক উপস্থিতি একেবারে কমে গেছে। মণিহারে যদি ২০-২৫ জন দর্শক আসে তাহলে বলতেই হয় এখন সিনেমাটি বন্ধ।”

তিনি যোগ করেন,”আগামী সপ্তাহে হল থেকে ‘তাণ্ডব’ সিনেমাটি নামিয়ে ফেলা হতে পারে। এখনও সিদ্ধান্ত হয়নি। সর্বনিম্ন পরিমাণ টিকিট বিক্রির না হলে সিনেমা নামিয়ে ফেলা হয়। এখনও সে পরিমাণ টিকিট হচ্ছে। এর নিচে নেমে গেলে ‘তাণ্ডব’ নামিয়ে দেব।” 

Screenshot_2025-06-22_130050

‘তাণ্ডব’ সিনেমা ছাড়াও ঈদে মুক্তি পেয়েছে আরও পাঁচটি সিনেমা। এরমধ্যে দর্শক মহলে আলোচনায় আছে ‘উৎসব’, ‘ইনসাফ’ ,‘নীলচক্র’ ,‘এশা মার্ডার’। এ সিনেমাগুলোর মধ্যে কোন ছবিটি মণিহারে মুক্তি দেবেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ বিষয় আরও দুইদিন পরে নিশ্চিত করে জানাতে পারব।’ 

‘তাণ্ডব’ পাইরেসির আগে মণিহারের ব্যবস্থাপনা পরিচালক তোফাজ্জেল হোসেন বলেছিলেন, ‘আমাদের এখানে একসঙ্গে এক হাজার দর্শক সিনেমা উপভোগের সুযোগ থাকলেও সর্বোচ্চ সাড়ে চারশো দর্শক হয়েছে। প্রত্যাশা বেশি থাকলেও সেভাবে দর্শকদের সাড়া পাওয়া যায়নি।’ 

বলে রাখা ভালো, নির্মাতা রায়হান রাফীর নির্দেশনায় শাকিব-সাবিলা ছাড়াও ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয় করেছেন রোজী সিদ্দিকী, ডা. এজাজ, এফএস নাঈম, ফজলুর রহমান বাবু, কাজী রাকায়েত প্রমুখ। প্রযোজনায় এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। সহ–প্রযোজনায় আছে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি। সহযোগিতা করেছে দীপ্ত। 

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর