তৃতীয়বারের মতো বিয়ে করতে যাচ্ছেন বলিউড তারকা আমির খান। সবে পরিচয় করিয়েছেন হাঁটুর বয়সী প্রেমিকা গৌরী স্প্র্যাটকে। এদিকে প্রেমিকাকে সামনে আনার পর থেকেই আমিরকে নিয়ে হাস্যরস করছেন সালমান খান। কপিল শর্মার শোয়েও তা বজায় রাখলেন।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, কপিল যখন সালমানকে জিজ্ঞেস করেন যে, তার জীবনে কোনো গৌরী আছে কি না, তখন সিকন্দরের কাছ থেকে জবাব আসে, ‘আমিরের গল্পটা অন্যরকম। তিনি একজন চমৎকার মানুষ। গোটা দুনিয়া জানে তিনি একজন পারফেকশনিস্ট। যতক্ষণ না সে বিবাহ নিখুঁত হচ্ছে, ততক্ষণ সে এটি চালিয়ে যাবে। আমি মনে করি এটাই তাঁর শেষ। এবার নিখুঁত হবেই হবে।’ শুনে উপস্থিত সকলেই হাসতে শুরু করে।
বিজ্ঞাপন
এরপর যখন অর্চনা পূরণ সিং, সালমানকে জিজ্ঞেস করেন বিয়ে নিয়ে, তাতে ভাইজান জবাব দেন, ‘আমি বিয়ে করলে আপনাদের কী লাভ? আপনি কি উপভোগ করবেন, যখন আমি আপনাদের জন্য ফুলশয্যা করব। আপনাদের ভালো লাগবে, যদি আপনাদের খুশি করার জন্য, আমি নিজে শেষ হয়ে যাই?’
এদিকে সিনেমা হলে চলছে আমির খানের সিনেমা ‘সিতারে জমিন পার’। পরিচালনা করেছেন আর এস প্রসন্ন। সিনেমাটি ১০ জন বিশেষ চাহিদাসম্পন্নকে নিয়ে, যাদের বাস্কেটবলের ট্রেনিং দেন আমির। এটি একটি স্প্যানিশ সিনেমার হিন্দি সংস্করণ। আমির ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করেছেন জেনেলিয়া ডি’সুজা।

