সালমান খান ও আমির খানের বন্ধুত্বটা দারুণ। বিশেষ উৎসবে একে অন্যের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। কোথাও দেখা হলে হাসিমুখে বন্দি হন ক্যামেরায়। এবার সেই আমির সালমানকে অপহরণ করে এক কোটি রুপি হাতানোর বুদ্ধি আঁটলেন!
তবে ঘাবড়ে যাওয়ার কারণ নেই। কেননা পুরোটাই মজার উদ্দেশ্যে করেছেন আমির। সালমানের ‘বিগ বস্ ১৮’-এর মঞ্চে দেখা যায় আমিরকে।
নিজেদের মধ্যে খুনসুটির এক পর্যায়ে সালমানকে আমির বলেন, “আরবাজ়কে (সালমানের ভাই আরবাজ় খান) ফোন করো। বলো, তুমি অপহৃত। অপহরণকারী ১ কোটি টাকা চেয়েছে!”
বিজ্ঞাপন
আমিরের দুষ্টুমিতে যোগ দিয়ে সালমান ফোন করেন তার ভাইকে। তারপর জানান, “আরবাজ় ফোন কেটে দিয়েছে!” সঙ্গে সঙ্গে আমিরের দুষ্টুমি, “তোমার বুদ্ধি ফ্লপ। আরবাজ়কে অপহরণ করে তোমার থেকে ১ কোটি টাকা চাওয়া উচিত ছিল।”
তবে আমিরের এই রসিকতা ভালোভাবে নেননি নেটিজেনদের অনেকে। বিগ বসের শোটি প্রচারের পর তাদের প্রশ্ন, আমির-সালমান কি সাইফ-কাণ্ডকেই কটাক্ষ করলেন? না কি পুরোটাই কাকতালীয়? তবে এসবের জবাবে কিছু বলেননি আমির-সালমান।

