সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কীভাবে ঈদ উদযাপন করেন শাহরুখ-সালমান-আমির খান

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৯ জুন ২০২৩, ১০:১৭ এএম

শেয়ার করুন:

কীভাবে ঈদ উদযাপন করেন শাহরুখ-সালমান-আমির খান

আজ পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ। ভারতে বেশির ভাগ মানুষ একে ‘বকরি ঈদ’ বলে। কারণ, এ দিন তারা বকরি বা খাসি কোরবানি দিয়ে থাকে। বলিউডের মুসলিম তারকারাও যোগ দেন এ উৎসবে। বকরি ঈদ সাধারণত তারকারা নিজ পরিবারের সঙ্গে পালন করেন। চলুন তাহলে জেনে নেওয়া যাক, তারা কীভাবে ঈদ উদযাটন করেন—

শাহরুখ খান

নিজ বাড়িতে প্রতি বছর ঈদ উপলক্ষে বিশেষ পার্টির আয়োজন করেন শাহরুখ খান। সেই পার্টিতে বলিউডের প্রায় সব তারকাই উপস্থিত থাকেন। ছেলেদের নিয়ে সকালে ঈদের নামাজ আদায় করেন কিং খান। এরপর বাসায় ফিরে পুরো পরিবারের সঙ্গে সারা দিন সময় কাটান তিনি। সাধারণত ঈদের দিনটিতে কোনো কাজ রাখেন না শাহরুখ।

সালমান খান

এদিকে, ঈদের দিন সকালে সালমান খান ভাইদের নিয়ে বাড়ির সামনে মসজিদে নামাজ পড়েন। বাবা সেলিম খানের কড়া হুকুম— যত যাই হোক, ঈদ মানেই পরিবারের সঙ্গে থাকা চাই। আর তাই তিন ছেলে সালমান, আরবাজ ও সোহেল বাবার সেই আদেশ অক্ষরে অক্ষরে পালন করেন। ঈদের দিন তাদের বাড়িতে বিশেষ রেসিপির বিরিয়ানি রান্না করা হয়। সালমানের ঈদ পার্টির বিশেষ সুখ্যাতি রয়েছে বলিউড পাড়ায়। প্রতি বছর সালমানের বাড়িতে এই পার্টির আয়োজন করা হয়।

আমির খান

আমির খান বরাবরই সাধারণভাবে ঈদ উদযাপন করেন। হাতেগোনা কয়েকজন বন্ধু কিংবা পরিচিতজন ছাড়া ঈদে কারও সামনে উপস্থিত হন না তিনি। সকালে মুম্বাই জামে মসজিদে নামাজ পড়েই ঘরে প্রবেশ করেন আর বের হন না। স্ত্রী-সন্তান আর ভাগ্নে ইমরানকে নিয়েই তার ঈদ উদযাপিত হয়।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর