সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ঢাকা

সুশান্ত-রিয়ার অসমাপ্ত প্রেম উঠে আসছে পর্দায় 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৮ জুন ২০২৫, ০১:৩২ পিএম

শেয়ার করুন:

সুশান্ত-রিয়ার অসমাপ্ত প্রেম উঠে আসছে পর্দায় 

অকাল প্রয়াত বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে রিয়া চক্রবর্তীর প্রেমের কথা কারও অজানা না। যদিও অভিনেতার মৃত্যুর পর রিয়াকে খল হিসেবে উপস্থাপন করা হয়। অনেকের মতে রিয়ার কারণে মৃত্যু হয়েছে সুশান্তর। ফলে মামলা ও কটাক্ষে রিয়ার জীবন নরক হতে সময় লাগেনি।

নতুন খবর হচ্ছে, সুশান্ত-রিয়ার প্রেম এবার উঠে আসছে পর্দায়। গেল ১৪ জুন পরিচালক সুশান্তের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে এ ঘোষণা দেন পরিচালক ও চিত্রনাট্যকার রুমি জাফরি।

reah-20220702163420

তবে কি যেভাবে চাউর হয়েছে সুশান্ত-রিয়ার প্রেম সেভাবেই তুলে ধরবেন রুমি? এরইমধ্যে সে জবাব দিয়েছেন। সুশান্ত-রিয়ার কাছের বন্ধু ছিলেন তিনি। খুব কাছে থেকে দেখেছেন তাদের। সে অভিজ্ঞতা বলছে, তারা পরস্পরকে খুব ভালোবাসতেন। পরিচালকের কথায়, “সুশান্ত ভীষণ ছটফটে, সদাচঞ্চল। ওকে একমাত্র রিয়া সামলাতে পারত। সে-ও সব সময় প্রয়াত অভিনেতার পাশে থাকত।” 

পাঁচ বছর হলো নেই সুশান্ত। তবে রুমি আজও আগের মতোই অনুভব করেন বন্ধুকে। সেই উপলব্ধি থেকেই সিনেমাটি বানাতে চাইছেন। তার মতে রিয়ার প্রতি সুশান্তর ভালোবাসা ছিল গভীর। প্রেমিকার জন্য জীবনও দিতে পারতেন অভিনেতা। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর