শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ঢাকা

ঈদের ৬ সিনেমা, কোনটি কত আয় করল

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৮ জুন ২০২৫, ১২:৩৭ পিএম

শেয়ার করুন:

ঈদের ৬ সিনেমা কোনটি কত আয় করল

এবারের ইদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছয়টি সিনেমা। মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর মধ্যে দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে আছে শাকিবের ‘তাণ্ডব’। এছাড়া আলোচনায় আছে ‘উৎসব’,’নীলচক্র’, ‘ইনসাফ’। বাকি দুইটা সিনেমা ‘এশা মার্ডার’ এবং ‘টগর’। 

‘টগর’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন আদর আজাদ ও পূজা চেরি। এ ছবির দুইটা গান দর্শকদের মন জয় করতে পারলেও হলে দর্শক টানতে ব্যার্থ হয়। দর্শকদের সাড়া না পাওয়ায় মুক্তির দ্বিতীয় দিন হল থেকে নামিয়ে নেওয়া হয় ছবিটি।  

503979109_716568934236712_328457566276650692_n_20250604_133843429

কোরবানি ঈদের সবচেয়ে বড় ছবি সুপারস্টার শাকিব খানের ‘তাণ্ডব’। ছবিটি নিয়ে শাকিবিয়ানদের মধ্যে উন্মাদনার শেষ নেই। রমরমা ব্যবসা করছে ছবিটি। সাফল্যের ধারাবাহিকতায় দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও মুক্তি পেয়েছে। বাংলা সিনেমার ইতিহাসে ছবি মুক্তির প্রথম দিনেই আয়ের রেকর্ড গড়েছে শাকিব-সাবিলা জুটির ‘তাণ্ডব’।

সিনেমাটির আয় প্রসঙ্গে প্রযোজক শাহরিয়ার শাকিল বলেন, ‘আমরা প্রথম পাঁচ দিনের হিসাব পেয়েছি। সেখানে আমাদের গ্রস সেল পাঁচ কোটির বেশি। এই আয় আরও বাড়বে। মাঝখানে কিছুটা দর্শক কমলেও এখন আবার আগের মতো দর্শক দেখছেন।’

image_191356_1748330780

সঞ্জয় সম্মদারের ‘ইনসাফ’ সিনেমায় অভিনয় দিয়ে চলচ্চিত্র অভিষেক হয়েছে অভিনেত্রী তাসনিয়া ফারিণের। এ ছবিতে অভিনেত্রীর বিপরীতে দেখা গেছে শরিফুল রাজকে। প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকে বেশ আলোচনা ছবিটি ঘিরে। হলসংখ্যার দিক থেকেও দ্বিতীয় অবস্থানে ছিল ফারিণ-রাজের ছবি। ‘ইনসাফ‘-এর প্রযোজক খোরশেদ আলম খসরু জানিয়েছেন ছবিটি কোটির ঘর পেরিয়েছে। আয়ের প্রসঙ্গে গণমাধ্যমকে তিনি বলেন, ‘যেটা প্রকাশ্যে এসেছে, সেটা শুধু সিনেপ্লেক্সের। সব মিলিয়ে আয় কোটি তো পার হবেই।’ 

image-9-2506141456

অ্যাকশন আর ডায়লগবাজির ভিড়ে পারিবারিক সিনেমার গল্পে নজর কেড়েছে চঞ্চল চৌধুরী, জয়া আহসান এবং অপি করিমসহ একঝাঁক তারকার ছবি ‘উৎসব’। আলোচনায় না থেকেও নিজের কাজ ঠিকঠাকভাবে করে গেছেন পরিচালক তানিম নূর। ইতোমধ্যে ছবিটি ব্যবসা সফল। গণমাধ্যমকে নির্মাতা জানিয়েছেন গত সোমবার পর্যন্ত ছবিটি মোট আয় কোটি টাকার বেশি। গত দুইদিনে আরও বিশ লাখ বেড়েছে। 

1747986186-d68c22b6795fb3db48d3df15de19efcb

এবারের ঈদ আরিফিন শুভর প্রত্যাবর্তন হিসেবে দেখেছেন অভিনেতার অনুরাগীরা। মাঝে বিরতির পর কোরবানি ঈদে ‘নীলচক্র’ নিয়ে আবারও বড়পর্দায় ফিরেছেন ঠিকিই কিন্তু দর্শকদের মন জয় করতে পারেননি। মুক্তির পর আশা জাগিয়েও পেছনে পড়েছে ছবিটি। ‘নীলচক্র’ সিনেমার নির্মাতা জানিয়েছেন আগামী সপ্তাহে সিংগেল স্ক্রিনে মুক্তি পাবে। তখন ভালো ব্যসসা করতে পারবে বলে আশা করছেন। তবে আয়ের বিষয় মুখ খোলেননি। পরিচালক না বললেও নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্রে জানা যায়, বর্তমানে সিনেমাটি মাল্টিপ্লেক্স থেকে আয় করেছে ২৩ লাখের বেশি টাকা। 

asha-marder-1747317743

দর্শকের মনে ধীরে ধীরে জায়গা করে নেওয়া ঈদের সিনেমা ‘এশা মার্ডার’। অল্পসংখ্যক হল নিয়ে ছবিটি মুক্তি পেলেও দর্শকের মুখে মুখে ছবির প্রশংসা। যার ফলে প্রতিদিন বাড়ছে আয়ের হিসাব। এ পর্যন্ত আয় দিয়ে প্রত্যাশিত আয়কে ছাড়িয়ে গেছে বলে জানিয়েছেন পরিচালক পরিচালক সানি সানোয়ার। একটি সূত্র জানিয়েছে, শুধু মাল্টিপ্লেক্স থেকেই সিনেমার আয় ১৬ লাখের মতো। ইতোমধ্যে সিনেমার স্বত্বও চড়া দামে বিক্রি হয়েছে। 

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর