আসন্ন কোরবানির ঈদে মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘ইনসাফ’-এর পোস্টার ঝড় তুলেছেন নেটদুনিয়ায়। মোশাররফ করিম, শরিফুল রাজের লুক নজর কেড়েছে সিনেমাপ্রেমীদের। একের পর এক অভিনয়শিল্পীদের লুক প্রকাশ করছেন নির্মাতা সঞ্জয় সমদ্দার। এবার সিনেমারে প্রধান নারী চরিত্র তাসনিয়া ফারিণের লুকও প্রকাশ করেছেন নির্মাতা।
বিজ্ঞাপন
রোববার (১১ মে) সন্ধ্যায় সামাজিক মাধ্যমে প্রকাশিত ফারিণের লুক একেবারেই ভিন্ন আবহে দেখা গেছে। এক হাতে ফুল আর অন্য হাতে কুড়াল দেখা গেছে। এমন চরিত্রে আগে কখনও দেখা যায়নি এই অভিনেত্রীকে। পোস্টারটি সামাজিক মাধ্যমে শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ‘রক্তের ইনসাফে গোলাপের স্থান নেই..’।

তবে পোস্টারটি প্রকাশের পর বেশ সমালোচনা হচ্ছে নেটদুনিয়ায়। কেউ কেউ অভিযোগ করেছেন ‘ইনসাফ’-এর পোস্টার কোরিয়ান ছবি ‘কিল বকসুন’-এর পোস্টারের আদলে বানানো হয়েছে। কোরিয়ান ছবির পোস্টারটিও একইরকম থিমে তৈরি। যেখানে অভিনেত্রী জিয়ন ডো ইয়নের এক হাতে কুড়াল, আরেক হাতে একটি সবজির থলে দেখা যায়। যার সাথে ফারিণের পোস্টারটি সাদৃশ্য খুজে পেয়েছেন নেটিজেনরা।
বিজ্ঞাপন
তবে, এই বিষয়ে নির্মাতা বা সংশ্লিষ্ট কারো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।
‘ইনসাফ’ নিয়ে ইতোমধ্যে দর্শকমহলে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। পোস্টারে তাসনিয়া ফারিণের নতুন লুক সিনেমাপ্রেমীদের সেই আগ্রহ আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। এর আগে গত ৪ মে ‘ইনসাফ’ সিনেমায় মোশাররফ করিমের লুক প্রকাশিত হয়। সেখানে ভয়ংকর এক চিকিৎসকের রূপে ধরা দেন এই কিংবদন্তি অভিনেতা।
ইএইচ/

