সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ঢাকা

মুক্তির প্রথম দিনেই ‘দরদ’-এর যে রেকর্ড কেড়ে নিল ‘তাণ্ডব’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৮ জুন ২০২৫, ০৬:৩৬ পিএম

শেয়ার করুন:

মুক্তির প্রথম দিনেই ‘দরদ’-এর যে রেকর্ড কেড়ে নিলো ‘তাণ্ডব’

ঢালিউড মেগাস্টার শাকিব খানের ‘তাণ্ডব’ সিনেমা ভেঙে দিয়েছে বাংলা সিনেমার ইতিহাসে সর্বোচ্চ আয়ের রেকর্ড। গতকাল ৭ জুন অনুষ্ঠিত হয়ে গেল ঈদুল আজহা। দিনটিকে ঘিরে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব-সাবিলা জুটির সিনেমা ‘তাণ্ডব’। মুক্তির পর রমরমা ব্যবসা করছে সিনেমাটি।

‘তাণ্ডব’ মুক্তির প্রথমদিনেই পেছনে ফেলেছে ২০২৪ সালের ঈদুল আজহায় মুক্তি প্রাপ্ত সিনেমা ‘দরদ’কে। মুক্তির প্রথমদিন সর্বোচ্চ আয়ের রেকর্ডটি এখন ‘তাণ্ডবে’র দখলে। শুধুমাত্র মাল্টিপ্লেক্সের আয় দিয়ে বাংলা সিনেমাটি নতুন ইতিহাস গড়ল। গত বছর মুক্তি প্রাপ্ত প্যান ইন্ডিয়া সিনেমা ‘দরদ’ মুক্তির প্রথম দিনে মাল্টিপ্লেক্স থেকে আয় করেছিল ৩০ লাখ ৬৮ হাজার। অন্যদিকে ‘তাণ্ডব’ মুক্তির প্রথমদিন মাল্টিপ্লেক্স থেকে আয় করেছে ৩৬ লাখ ৭৪ হাজার। 

Screenshot_2025-06-08_182420
 
এদিকে দৈনিক শোয়ের ক্ষেত্রে যেমন উড়ছে ছবিটি তেমনই ফুলেফেঁপে উঠছে আয়ের ঝুলি। পরিচালক রায়হান রাফী নিজের ফেসবুকে আয়ের কার্ডটি শেয়ার করেছেন। যেখানে দাবি করা হয়, বাংলা চলচ্চিত্র ইতিহাসে ছবি মুক্তির প্রথম দিনে মাল্টিপ্লেক্স থেকে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়ল ‘তাণ্ডব’।  

অ্যাকশন থ্রিলার ছবিতে শাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন সাবিলা নূর। ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো ও সিয়াম আহমেদ। সিনেমা হলের সংখ্যার দিক থেকে মেগাস্টার শাকিব খানের ধারে কাছে কেউ নেই। মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে তার ‘তাণ্ডব’ পেয়েছে ১৩২টি হল। তবে সংখ্যাটি বাড়তে পরে বলে আশাবাদী প্রযোজনা সংস্থা। 


বিজ্ঞাপন


tandaba_20250604_122334807

জানা গেছে, দর্শকদের চাহিদার কথা চিন্তা করে স্টারসিনেপ্লেক্সে শো বাড়ানো হয়েছে। নির্মাতা রায়হান রাফীর নির্দেশনায় শাকিব-সাবিলা ছাড়াও ‘তাণ্ডবে’ সিনেমায় অভিনয় করেছেন রোজী সিদ্দিকী, ডা. এজাজ, এফএস নাঈম, ফজলুর রহমান বাবু, কাজী রাকায়েত প্রমুখ। প্রযোজনায় এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। সহ–প্রযোজনায় আছে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি। সহযোগিতা করেছে দীপ্ত।   

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর