পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও আলোচনায় থাকেন বলিউড লাস্যময়ী জ্যাকুলিন ফার্নান্দেজ। হন সংবাদের শিরোনাম। এই যেমন সম্প্রতি গুঞ্জন উঠেছে সব ছেড়ে ধর্মে মন দিয়েছেন অভিনেত্রী।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন জ্যাকুলিন। তা থেকে জানা গেছে, বেঙ্গালুরুতে আধ্যাত্মিক গুরু রবি শঙ্করের আশ্রমে গিয়ে উঠেছেন অভিনেত্রী। এরইমধ্যে দেখা করেছেন তার সঙ্গে।
সেই ছবি পোস্ট করে জ্যাকুলিন লিখেছেন, “আমার হৃদয় ভরে গেছে। গুরুদেব, আলোর দিশা দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ। আমি আপনার কাছে ঋণী হয়ে থাকলাম।”
এ সময় গোলাপি রঙের সালোয়ার কামিজ ছিল জ্যাকুলিনের পরনে। ছিল না অতি সাজসজ্জা। একেবারেই সাদামাটা হয়ে গুরুর আশ্রমে ধরা দিয়েছেন অভিনেত্রী। আশ্রমের বাছুর, হাতি, ঘোড়া, ষাঁড়ের সঙ্গেও সময় কাটান তিনি। সেখানকার শিক্ষার্থীদের সঙ্গেও ছবি তুলতে দেখা গেছে তাকে।
সম্প্রতি মুক্তি পেয়েছে জ্যাকুলিন অভিনীত ‘হাউসফুল ৫’। আরও অভিনয় করেছেন অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, রিতেশ দেশমুখ, নার্গিস ফকরি, চিত্রাঙ্গদা সিংহ।