দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনয় জীবনে দর্শকদের উপহার দিয়েছেন একগুচ্ছ সিনেমা। ‘অর্ধাঙ্গিনী ২’ সিনেমার শুটিংয়ের জন্য এখন ভারতেই অবস্থান করছেন অভিনেত্রী। এদিকে দীর্ঘ সময় পর ঈদুল আজহায় মুক্তি পেয়েছে জয়া আহসান অভিনীত দুটি সিনেমা। একটি রায়হান রাফীর ‘তাণ্ডব’, অন্যটি তানিম নূরের ‘উৎসব’।
‘তাণ্ডব’ সিনেমায় অভিনয় করেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। ছবি মুক্তির আগে সংবাদ সম্মেলনে মেগাস্টারের প্রশংসা করে বলেন, ‘শাকিব একটি লক্ষ্মী ছেলে।’ এবার ভারতের গণমাধ্যমেও শাকিবের প্রশংসা পুনব্যক্ত করলেন অভিনেত্রী।
ঢালিউডে শুধুই শাকিব খানের শাসন- এমন প্রশ্নের জবাবে গণমাধ্যমকে অভিনেত্রী বলেন, ‘শাকিব নিজেই উন্নতি করেছেন। তার অসংখ্য অনুরাগী। তারা শাকিবকে মন থেকে ভালোবাসেন। জীবনে ঝঞ্ঝাট, ঝামেলা থাকবেই। এগুলোর উত্তর না দিয়ে শাকিব নিজের কাজ দিয়ে সব কিছুর জবাব দেন। আমি নিজে সেটা দেখেছি। শাকিব খান আমার মতো কর্মে বিশ্বাসী। এই জায়গায় আমি ওঁকে শ্রদ্ধা করি।’
এর আগে ৫ জুন সিনেমা মুক্তি উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ‘তাণ্ডব’ টিমের সকল কলাকুশলী ও তারকারা। সেখানেই শাকিব খানের ব্যাপক প্রশংসা করেছিলে জয়া। তিনি বলেন, ‘ও (শাকিব খাব) খুব লক্ষ্মী একটা ছেলে। দেখুন, সে কাজের জন্যও লক্ষ্মী আবার ইন্ডাস্ট্রির জন্যও লক্ষ্মী। শাকিব খুব পরিশ্রমী। এমন একজন আর্টিস্টের সঙ্গে কাজ করাও আনন্দের।’
বলে রাখা ভালো, ‘তাণ্ডব’ সিনেমায় একজন সাংবাদিকের চরিত্রে ধরা দিয়েছেন জয়া। শাকিব-সাবিলা ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন রোজী সিদ্দিকী, ডা. এজাজ, এফএস নাঈম, ফজলুর রহমান বাবু, কাজী রাকায়েত প্রমুখ। প্রযোজনায় এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। সহ–প্রযোজনায় আছে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি। সহযোগিতা করেছে দীপ্ত।
ইএইচ/