রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘তাণ্ডব’ প্রদর্শনে বাধা, যা বলল জাজ মাল্টিমিডিয়া

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫ জুন ২০২৫, ০৭:১৪ পিএম

শেয়ার করুন:

‘তাণ্ডব’ প্রদর্শনে বাধা, যা বলল জাজ মাল্টিমিডিয়া

ঈদের দিন থেকে দেশ জুড়ে চলছে শাকিব খানের নতুন সিনেমা ‘তাণ্ডব’। কোনো এলাকায় থিয়েটার না থাকায় অস্থায়ী হলেও ছবিটির প্রদর্শনী চলছে। টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আউলিয়াবাদ অডিটোরিয়ামে একইভাবে ঈদের দিন থেকে চলছিল 'তাণ্ডব'। তবে গত মঙ্গলবার (১০ জুন) সন্ধ্যা থেকে ‘তাণ্ডব’ প্রদর্শন বন্ধ করা হয়।

সিনেমা প্রদর্শনে বাঁধা দেওয়ার ঘটনায় সরব হন দেশের শোবিজ তারকারা। ইন্ডাস্ট্রির বহু পরিচালক-প্রযোজকরা ক্ষোভ প্রকাশ করেন। নেটদুনিয়ায়ও নিন্দার ঝড় ওঠে। এবার সিনেমা প্রদর্শন বন্ধের ঘটনায় সরব হয়েছে প্রযোজক সংস্থা জাজ মাল্টিমিডিয়া। 

tandaba_20250604_122334807

আজ রোববার (১৫ জুন) প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার পক্ষ থেকে সামাজিক মাধ্যমে একটি পোস্টে ‘তাণ্ডব’ সিনেমা প্রদর্শন বন্ধের ঘটনায় ক্ষোভ প্রকাশ করা হয়। ওই পোস্টে বলেছে, ‘আউলিয়াবাদে যা ঘটেছে তা কোনদিনই আমাদের কাম্য ছিলোনা। শুধুমাত্র ‘তাণ্ডব’ নয় পুরো চলচ্চিত্র শিল্পের জন্যই এই ঘটনা একটি সরাসরি প্রতিবন্ধকতা স্বরূপ। রাষ্ট্রকে এই চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। একজন প্রযোজক হিসেবে মাননীয় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা, মাননীয় সংস্কৃতি উপদেষ্টা তদুপরী মাননীয় প্রধান উপদেষ্টাকে এ বিষয়ে হস্তক্ষেপ করার জন্য অনুরোধ করছি।’

ওই পোস্টে প্রযোজনা প্রতিষ্ঠান আরও বলেছে, ‘আপনারা নির্বাক থাকলে চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে আমাদের রাস্তায় নেমে পড়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। চলচ্চিত্র সংশ্লিষ্ট সকলকে বলছি, আজ সাইফুলের বেলায় এটা ঘটেছে কাল আমাদের বেলায়ও এটা ঘটতে পারে। কাজেই সবাইকে সোচ্চার হতে হবে। সময় কিন্তু এখনই।’

503979109_716568934236712_328457566276650692_n_20250604_133843429

বলে রাখা ভালো, গত শুক্রবার (৬ জুন) বিকেলে ছবিটি প্রদর্শনের বিরুদ্ধে পারকি ইউনিয়ন ওলামা পরিষদের ব্যানারে বিক্ষোভ মিছিল করা হয়। যদিও সেসব উপেক্ষা করে ছবিটির প্রদর্শনী চলছিল। তবে শেষ পর্যন্ত প্রদর্শনী বন্ধ করতে হয়।  

নির্মাতা রায়হান রাফীর নির্দেশনায় শাকিব-সাবিলা ছাড়াও ‘তাণ্ডবে’ অভিনয় করেছেন রোজী সিদ্দিকী, ডা. এজাজ, এফএস নাঈম, ফজলুর রহমান বাবু, কাজী রাকায়েত প্রমুখ। প্রযোজনায় এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। সহ–প্রযোজনায় আছে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি। সহযোগিতা করেছে দীপ্ত।  

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর