রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

দেশ ছাড়ার তথ্যটি সঠিক নয়: তাসরিফ খান 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭ জুন ২০২৫, ১১:১৮ এএম

শেয়ার করুন:

দেশ ছাড়ার তথ্যটি সঠিক নয়: তাসরিফ খান 

সংগীতশিল্পী তাসরিফ খান মানবিক হৃদয়ের অধিকারী। বিপন্ন মানুষের পাশে দাঁড়ান সবসময়। যেকোনো প্রাকৃতিক দুর্যোগে ছুটে বেড়ান ত্রাণসামগ্রী নিয়ে। সামাজিক মাধ্যমে চোখ রাখলেই তার সেসব কার্যক্রম চোখে পড়ে। 

সম্প্রতি একটি টিভিতে দেওয়া সাক্ষাৎকারে নিজের সিদ্ধান্ত জানান তাসরিফ। কারণ হিসেবে দায়ী করেন দেশে চলমান নানা সামাজিক বৈষম্য, নিরাপত্তাহীনতা এবং মনস্তাত্ত্বিক চাপকে। দেশ সিদ্ধান্ত চাউর হতেই সামাজিক মাধ্যমে হইচই। তারই পরিপ্রেক্ষিতে মুখ খুললেন গায়ক।

428693346_949018666593704_5381869753339173721_n_20240905_133533882

সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তাসরিফ বলেন, ‘এটি সঠিক তথ্য নয়। আমি দেশ ছাড়ছি না। একটি পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারের বক্তব্যকে সংক্ষিপ্ত করে অনেকেই বিভ্রান্তিকর খবর প্রকাশ করেছেন; যা কোনোভাবেই পুরো সঠিক তথ্য নয়।’

দেশ ছাড়া সম্পর্কিত কোনো বক্তব্য দেওয়ার কারণ ব্যাখ্যা করে তাসরিফ বলেন, ‘এখন যে রাজনৈতিক পরিস্থিতি, তাতে আশাবাদী হলেও কখনও মনে হয় পরিবেশ খুব একটা ভালো নয়। অনেক সময় রাজনীতির অনেক নোংরামি চোখে পড়ে। আজকে যাদের দেখি ভাই ভাই, কাল দেখি তারা শত্রু। এভাবে গ্রুপিং বা কোনো রাজনৈতিক দল চলতে থাকলে দেশের অবস্থা ভালো হবে না। আমরা আরও বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হব। যে কারণে কথায় কথায় দেশ ছাড়া নিয়ে দুঃখ প্রকাশ করেছিলাম। কথা প্রসঙ্গে এমন একটা আলাপ এসেছিল। সেটাই পরবর্তী সময়ে দেখি সবাই লিখছেন আমি দেশ ছেড়ে যাচ্ছি।’ 

485880978_1200289411466627_8168524860055660798_n_20250614_160047078

আগামীতে নিজেকে কোথায় দেখতে চান বা দেশের জন্য কিছু করার ইচ্ছা কী আছে? এরকম প্রশ্নের জবাবে ওই পডকাস্টে তাসরিফ বলেছিলেন, ‘দেশের জন্য আমি সারাজীবনই করতে চাই। কিন্তু দেশে আমার থাকার যে অনেক… ছোটবেলা থেকেই বিদেশ শুনলে আমার ভালো লাগত না। কিন্তু বর্তমানে দেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট এবং আমি দেখছি যে নোংরামিই আমি বলব…।’

আরও বলেছিলেন, ‘আমি দেশকে অনেক ভালোবাসি। আমার কাছে এগুলো আর ভালো লাগছে না। আমি এগুলো নিতে পারি না, অনেক কষ্ট লাগে। এখন আমার ইচ্ছা করে হয়তোবা আমি দেশে থাকব না। হয়তোবা আগামী দুই-তিন বছর পর আমি দেশের বাইরে চলে যেতে পারি। আর দেশের সেবা করার জন্য আমাকে খুব বড় কিছু হতে হবে না।’

বৈষম্য বিরোধী আন্দোলনের শুরু থেকেই সরব ছিলেন গায়ক তাসরিফ খান। গান গেয়ে অনুপ্রেরণা জুগিয়েছিলেন ছাত্রদের। এজন্য খেসারতও দিতে হয়েছে। শেখ হাসিনা সরকারের আশীর্বাদপুষ্টদের দ্বারা নির্যাতনের শিকার হতে হয়েছে গায়ককে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর