বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫, ঢাকা

পরের দিন শখের জুতাটা ফেরত দিয়ে আসি: তাসরিফ খান 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৩ মার্চ ২০২৫, ১২:২০ পিএম

শেয়ার করুন:

loading/img

ঈদের আনন্দ তাড়িয়ে তাড়িয়ে ভোগ করে কচিকাঁচারা। নতুন জামা জুতা তাদের চাই-ই। পরিবারের সীমাবদ্ধতা বোঝে না। ফলে বাবা-মা মুখ বুজে একরত্তিদের চাওয়া আগে পূরণ করেন। 

এরকমই ঘটেছিল গায়ক তাসরিফ খানের সঙ্গে। শৈশবে ঈদের আনন্দে নেচে উঠতেন তিনি। কিন্তু অভাবের চোখ রাঙানিতে তার সব চাওয়া পূরণের সামর্থ্য ছিল না পরিবারের। সেটি বুঝতে পেরে এক ঈদে শখের স্যান্ডেল ফেরত দিয়ে এসেছিলেন। সামাজিক মাধ্যমে বিষয়টি ভাগ করে নিয়েছেন গায়ক।

482246873_1190626732432895_1250788710338878994_n

আজ রোববার নিজের ফেসবুকে তাসরিফ লিখেছেন, ‘২০০৪ এর কথা, ক্লাস ফোরে পড়ি তখন আমি। ঈদে আমাদের শপিং করা হতো ঠিক আগের রাতে, তাও রাত ১০ টা ১১ টার পর। অনিশ্চয়তার সংসারে অভাব বোঝার বয়স তখন আমার অত হয় নাই।’

এরপর লেখেন, ‘সেবার ঈদের ১/২ দিন আগে আমাদের বাকির দোকান থেকে ১৬০০ টাকা দামের একটা চামড়ার স্যান্ডেল বাকিতে নিয়ে এসেছিলাম খুব শখ করে। আমি বাচ্চা মানুষ তাই মুখের ওপর কেউ কিছু না বললেও আড়াল থেকে বাসার বড়দের আলোচনা শুনে এটুকু বুঝতে পারছিলাম কাজটা একদম ঠিক করি নাই। পরের দিন সেই শখের জুতাটা ফেরত দিয়ে আসি। অনেক মন খারাপ করে অনেক কাঁদছিলাম সেই ঈদের আগে।’


বিজ্ঞাপন


এক সময় নিজের ইচ্ছা পূরণ না হলেও তাসরিফ এখন অন্যের ইচ্ছা পূরণের মতো মহৎ কাজ করেন। তার ভাষ্য, ‘‘প্রতিবার ঈদ আসলে আমার সেই গল্প মনে পড়ে। এই যে আমার ‘ইচ্ছা পূরণ’ প্রজেক্ট দেখে যারা আনন্দ পান কিংবা পছন্দ করেন, আপনাদেরকে আজকে বলি, সেই ছোটবেলার মন খারাপের গল্প থেকেই আমার আজকের এইসব ইচ্ছাপূরণের গল্পের সূচনা হয়েছে।’’

482003039_1189830702512498_2898404407885667133_n

তিনি যোগ করেন, ‘সামর্থ্য হবার পর থেকে প্রতি ঈদের আগে আমি কারও না কারও ইচ্ছা পূরণের চেষ্টা করি। বিশেষ করে সুবিধাবঞ্চিত কাউকে ঈদের শপিং করে দিয়ে একটা আলাদা মানসিক শান্তি পাই। এবার ইচ্ছাপূরণের উদ্দেশ্য নিয়ে কক্সবাজার গিয়েছিলাম কিন্তু ১০২/৩ জ্বর আর টনসিল এর ব্যথায় কাত হয়ে ঢাকায় ফিরতে হলো।’

মানবিক হৃদয়ের অধিকারী তাসরিফ। বিপন্ন মানুষের পাশে দাঁড়ান সবসময়। যেকোনো প্রাকৃতিক দুর্যোগে ছুটে বেড়ান ত্রাণসামগ্রী নিয়ে। সামাজিক মাধ্যমে চোখ রাখলেই তার সেসব কার্যক্রম চোখে পড়ে। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন