বুধবার, ২৫ জুন, ২০২৫, ঢাকা

টাঙ্গাইলে ‘তাণ্ডব’ প্রদর্শন বন্ধ, যা বললেন আশফাক নিপুণ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১ জুন ২০২৫, ১১:০৮ এএম

শেয়ার করুন:

টাঙ্গাইলে ‘তাণ্ডব’ প্রদর্শন বন্ধ, যা বললেন আশফাক নিপুণ

এবারের ঈদুল আজহার ছুটিতে পরিবারে সঙ্গে সময় কাটাতে কেউ ছুটছেন সিনেমা হলে। কেউ আবার আত্মীয় স্বজন নিয়ে ভিড় জমাচ্ছেন পার্ক কিংবা পর্যটন কেন্দ্রে। তবে ঈদের আনন্দে বাঁধা হয়ে দাঁড়িয়েছে একদল উৎসুক জনতা।  

সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে দেখা গেছে সিলেটে পর্যটকদের ছবি তুলতে বাঁধা দিচ্ছেন এক দল উৎসুক তৌহিদী জনতা। এদিকে টাঙ্গাইলের কালিহাটিতে শাকিব খানের ‘তাণ্ডব’ সিনেমা প্রদর্শন বন্ধ করে দেওয়া হয়েছে। পর্যটন কেন্দ্র এবং সিনেমা প্রদর্শন বন্ধ করতে বাধ্য করায় ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনরা। এবার এ ঘটনায় মুখ খুললেন নির্মাতা আশফাক নিপুণ। 

-22acd25239bb705d518c5a6d18cf1ef7

আজ বুধবার (১১ জুন) মধ্যরাতে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে ক্ষোভ প্রকাশ করে আশফাক নিপুণ। তিনি লিখেছেন, ‘অতি সম্প্রতি তৌহিদী জনতার হুমকির কারণে টাঙ্গাইলের কালিহাটিতে ‘তাণ্ডব’ সিনেমা প্রদর্শন বন্ধ। সিলেটে পর্যটন কেন্দ্র বন্ধ। আর প্রধান উপদেষ্টা আপনি এখনও পড়ে আছেন চট্টগ্রাম বন্দর নিয়ে? বন্দরের ব্যাপারে যেভাবে যেকোনো প্রতিরোধ মোকাবেলার ঘোষণা আসে। কিন্তু মব নিয়ন্ত্রণের ব্যাপারে সেরকম কঠোর প্রতিরোধের ঘোষণা কবে আসবে আপনার কাছ থেকে?’ 

তিনি যোগ করেন, ‘অবিলম্বে কালিহাটিতে ‘তাণ্ডব’ প্রদর্শনের ব্যবস্থা করেন। যেকোনো পর্যটন কেন্দ্র, পাবলিক প্লেসকে ঝুঁকিমুক্ত করার ব্যবস্থা গ্রহণ করেন। সবার আগে মবের উল্লম্ফন বন্ধ করেন। গত ১০ মাসে এটা না করতে পারার কাফফারা হিসেবে আগামী ১০ মাস এটা আপনার মূল কাজ হওয়া উচিত।’

ইএইচ/

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর