মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

দুই শতাধিক যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত, শোকের ছায়া বলিউডে

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২ জুন ২০২৫, ০৫:২৫ পিএম

শেয়ার করুন:

দুই শতাধিক যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত, শোকের ছায়া বলিউডে

ভারতের গুজরাট রাজ্যে মর্মান্তিক বিমান দুর্ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে আহমেদাবাদের মেঘানিনগর এলাকায় ২৪২ জন যাত্রী নিয়ে বিমানটি ভেঙে পড়ে। এই ঘটনায় শোকস্তব্ধ ভারত। বলিউড তারকারাও বেদনার্ত। 

সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন সোনু সুদ যিনি গরিবের মসিহা নামে পরিচিত। তিনি লিখছেন, ‘এয়ার ইন্ডিয়া ফ্লাইট এর সমস্ত যাত্রীদের জন্য আমার গভীর শোক এবং প্রার্থনা রইল। ফ্লাইটটি আহমেদাবাদ থেকে লন্ডন যাওয়ার জন্য টেক অফ করতে এই ঘটনা ঘটে। আমার হৃদয় ভারাক্রান্ত।’


বিজ্ঞাপন


অভিনেতা সানি দেওল লিখেছেন, ‘বিমান দুর্ঘটনার খবরে হতাশ হয়ে পড়েছি। যারা প্রাণ হারালেন তাদের জন্য আমার প্রার্থনা রইল। নিহতদের পরিবারের জন্য রইল সমবেদনা।’ 

air-india3_20250612_165605542

অন্যদিকে বলিউড অভিনেতা রিতেশ দেশমুখ বিমান দুর্ঘটনায় শোকাহত। সামাজিক মাধ্যমে এক শোকবার্তায় তিনি লিখেছেন, ‘আহমেদাবাদে মর্মান্তিক বিমান দুর্ঘটনার কথা শুনে একেবারে হৃদয়ভারী হয়ে গেছে। সকল যাত্রী ও তাদের পরিবার প্রত্যেকের জন্য আমার হৃদয় কাঁদছে। এই কঠিন সময়ে আমার প্রার্থনা রইল।’


বিজ্ঞাপন


অভিনেত্রী পরিণীতি চোপড়া বলছেন, ‘আমি এখনও ভাবতে পারছি না সেই পরিবার গুলোর কথা, যারা এই দুর্ঘটনায় তাদের কাছের মানুষকে হারাল। ঈশ্বর আপনাদের শোক সইবার শক্তি দিক।’ 

india_20250612_145127938

অভিনেত্রী দিশা পাটানি এক পোস্টে লিখেছেন, ‘আমেদাবাদের ঘটনায় আমার হৃদয় কাঁদছে। আমি আশা করছি দুর্ঘটনায় কিছু মানুষ বেঁচে আছেন। তাদের সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেবেন। যারা মারা গেছেন তাদের জন্য আমি আমি মর্মাহত।’

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর