বুধবার, ২৫ জুন, ২০২৫, ঢাকা

‘তাণ্ডব’-এর মিডনাইট শোয়ের ব্যবস্থা করা হোক: প্রিন্স মাহমুদ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১ জুন ২০২৫, ০৪:১৯ পিএম

শেয়ার করুন:

‘তাণ্ডব’-এর মিডনাইট শোয়ের ব্যাবস্থা করা হোক:  প্রিন্স মাহমুদ

এবারের ইদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খানের ‘তাণ্ডব’ সিনেমা। মুক্তির পর থেকেই রমরমা ব্যবসা করছে ছবিটি। মুক্তির প্রথমদিন বাংলা সিনেমার ইতিহাস সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়েছে। 

দর্শকদের চাহিদার কারণে সিনেপ্লেক্সে শো বাড়ানো হয়েছে, চলছে মিডনাইট শো। তবুও যেন দর্শকদের ঢেউ থামানো যাচ্ছে না। বেড়েই চলেছে ‘তাণ্ডব’ ঝড়। তাই দর্শকরা হল মালিকদের প্রতি অনুরোধ জানাচ্ছে শো বাড়ানোর। এবার শাকিব-সাবিলা জুটির ‘তাণ্ডব’ সিনেমার শো বাড়ানোর কথা বললেন জনপ্রিয় সুরকার ও সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ। 

503979109_716568934236712_328457566276650692_n_20250604_133843429

আজ বুধবার (১১ জুন) সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি লিখেছেন, ‘ঈদের ছুটি শেষ না হওয়া পর্যন্ত ‘তাণ্ডবে’র টিকেট না থাকলে সিনেপ্লেক্সগুলোতে মিডনাইট শোয়ের ব্যবস্থা করা হোক। এ বছর, এ সময় আর আসবে না সম্ভবত।’

সবশেষে প্রিন্স মাহমুদ লিখেছেন, ‘উৎসব’ আর ‘ইনসাফ’ও চলুক।


বিজ্ঞাপন


বলে রাখা ভালো, নির্মাতা রায়হান রাফীর নির্দেশনায় শাকিব-সাবিলা ছাড়াও ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয় করেছেন রোজী সিদ্দিকী, ডা. এজাজ, এফএস নাঈম, ফজলুর রহমান বাবু, কাজী রাকায়েত প্রমুখ। প্রযোজনায় এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। সহ–প্রযোজনায় আছে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি। সহযোগিতা করেছে দীপ্ত। 

ইএইচ/

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর