ঈদে মুক্তি প্রতীক্ষিত ‘তাণ্ডব’ সিনেমা নিয়ে শাকিবিয়ানদের উন্মাদনার শেষ নেই। তার ওপর এই মেগাস্টেরের সঙ্গে জুটি বেঁধেন গুণী নির্মাতা রায়হান রাফী। সব মিলায়ে আসন্ন ঈদে সিনেমাপ্রেমীদের মনে ঝড় তুলবেন শাকিব-সাবিলা। ৫ জুন রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয় ‘তান্ডব’ সিনেমার সংবাদ সম্মেলন। সেখানে ‘তান্ডব’ অসম্ভব ভালো নির্মাণের সিনেমা বলে মন্তব্য করেছেন শাকিব খান।
‘তান্ডব’ সিনেমা দর্শকের মনে তাণ্ডব তুলবে বলে উল্লেখ করে সিনেমাটির নির্মাতা রায়হান রাফীর প্রশংসা করেন দেশে সেরা এ অভিনেতা। শাকিবের কথায়, ‘রাফী খুব গুছিয়ে কাজ করে। তার প্রি–প্রোডাকশন অনেক ভালো। এটা রাফীর সঙ্গে আমার দ্বিতীয় কাজ। ডাবিংয়ের সময় আমি যতটুকু দেখেছি, আমার মনে হয়েছে, রাফী এটা কী বানাল। ’তান্ডব’ অনেক পরিশ্রমের একটা সিনেমা।’
নির্মাতা রায়হান রাফীও চেষ্টা করেছেন নতুন সিনেমায় নতুন কিছু করার। তিনি বলেন, ‘এ সিনেমার কিছুই এখনও দেখেননি দর্শকরা। আর মাত্র একদিন পরেই সিনেমাটি দেখতে পাবেন এবং বুঝবেন।’ লোকেশন এবং নির্মাণে অন্যরকম কিছু করার চেষ্টা করেছেন রায়হান রাফী। গল্প ভাবনাতেও এমন কিছু করতে চেয়েছেন, যা বাংলা সিনেমাতে হয়নি।
সিনেমাটি ঘিরে নানারকম চমকের কথা শোনা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সে বিষয় নিয়েও সংবাদ সম্মেলনে কথা বলেছেন নির্মাতা। রাফীর ভাষ্য, ‘চমক আগে থেকে বলে দিলে তো আর চমক থাকে না। চমক হিসেবে যা বলা হচ্ছে বা দর্শকরা যা ভাবছেন, তার কিছুই নাও থাকতে পারে। আর যদি কিছু থাকে, তাহলে সেটা পর্দাতেই উপভোগ করবেন দর্শকরা। আর তো মাত্র একটা দিন।’
সম্প্রতি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে ‘তাণ্ডব’ সিনেমার গান ’লিচুর বাগানে’। গান প্রসঙ্গে নির্মাতা রাফী জানান, এখানে তারা নতুন কিছু করার চেষ্টা করেছেন। চেষ্টা করেছেন স্থানীয় বা নিজস্ব গানকে নতুনভাবে উপস্থাপন করার। গানটিতে পারফর্ম করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন অভিনেত্রী সাবিলা নূর। শাকিব খানের সঙ্গে প্রথমবার দেখা যাবে এ অভিনেত্রীকে। তার প্রশংসা করে শাকিব খান বলেন, সে (সাবিলা নূর) তো ‘লিচুর বাগান’ দিয়ে তাণ্ডব লাগিয়ে দিয়েছে।
এসভিএফ আলফা–আই এন্টারটেইনমেন্ট লিমিটেড প্রযোজিত, ওটিটি প্ল্যাটফর্ম চরকি–এর সহ প্রযোজনায় নির্মিত হয়েছে ‘তান্ডব’। সিনেমাটি নির্মাণ সহযোগীতায় আছে দীপ্ত। সংবাদ সম্মেলনে প্রযোজক শাহরিয়ার শাকিল সবাইকে প্রেক্ষাগৃহে ‘তান্ডব’ দেখার আমন্ত্রণ জানান। সিনেমার সহ–প্রযোজক রেদওয়ান রনি জানান, সবার একাগ্রতা ও আন্তরিকতা না থাকলে এত বড় ক্যানভাসের কাজ করা সম্ভব হতো না। তিনি বলেন, ‘সবাই মিলে তাণ্ডব ঘটাতে হবে বাংলা চলচ্চিত্রে’।
একযুগ পর আবারও এক সিনেমায় কাজ করছেন শাকিব খান–জয়া আহসান। এ প্রসঙ্গ টেনে জয়া বলেন, ‘১২ বছর পরের কাজ কেমন হয়েছে তা দেখতে আর অল্প সময় অপেক্ষা করতে হবে। অনেকদিন পর বড় এবং গোছানো টিমের সঙ্গে কাজ করলাম।’
সিনেমায় আছেন বরেণ্য অভিনয়শিল্পী আফজাল হোসেন। সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রথমে সিনেমায় কাজ করতে চাননি তিনি। কিন্তু পরে যখন যুক্ত হয়েছেন, তখন বুঝতে পেরেছেন, এ সিনেমায় কাজ না করলে নতুন অনেক কিছুই জানা হতো না তার। বোঝা যাচ্ছে অনেকদিন পর কাজ করতে এসে ভালো অভিজ্ঞতাই হয়েছে আফজাল হোসেনের। সে কথা আরেকবার মনে করিয়ে দেন সাবিলা নূর। তিনি জানান, শাকিব খানের বিপরীত অভিনয় করলেও মানসিক চাপ নিতে হয়নি তেমন। কারণ, পুরো ইউনিট তাকে খুব সাপোর্ট করেছে।
৫ জুন সন্ধ্যায় অনুষ্ঠিত এ আয়োজনে আরও উপস্থিত ছিলেন গাজী রাকায়েত, সালাহউদ্দিন লাভলু, মুকিত জাকারিয়া, সুব্রত, আদনান আদিব খানসহ অনেকে। ঈদুল আজহায় সারা দেশে মুক্তি পাচ্ছে ‘তান্ডব’।