রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বেতন চাওয়ায় গাড়িচালককে ছুরিকাঘাত পরিচালকের

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০ জুন ২০২৫, ১১:৫২ এএম

শেয়ার করুন:

বেতন চাওয়ায় গাড়িচালককে ছুরিকাঘাত পরিচালকের

‘দ্য স্টোনম্যান মার্ডারস’, ‘ডর না জ়রুরি হ্যায়’-এর মতো ছবি দিয়ে দর্শকের মন জয় করেছেন বলিউড পরিচালক মণীশ গুপ্ত। এবার তিনি খবরের শিরোনাম ব্যক্তিগত গাড়িচালককে হত্যাচেষ্টার অভিযোগে। 

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, বকেয়া বেতন চাইতেই নিজস্ব গাড়িচালক রাজীবুল ইসলাম লস্করকে ছুরিকাঘাত করেছেন তিনি। জানা গেছে, গেল শুক্রবার দুপুর দুইটার দিকে মণীশের অফিসে এই ঘটনা ঘটে। এরইমধ্যে ভারসোভা থানায় মণীশের বিরুদ্ধে মামলা করেছেন ওই গাড়িচালক।


বিজ্ঞাপন


পেছন থেকে আমার বুকে হাত দেয়, যৌন হেনস্থা নিয়ে মুখ খুললেন সোনম
জ্বর-সর্দিতে কাবু, করোনায় আক্রান্ত সোনাক্ষী?

অভিযোগে উল্লেখ করা হয়েছে, গেল ৩ বছর ধরে মনীশের গাড়িচালক হিসেবে কাজ করছেন লস্কর। গেল শুক্রবার হঠাৎ বকেয়া বেতন চাইতে রেগে যান পরিচালক। অফিসের রান্নাঘর থেকে ছুরি এনে কোপ দেন লস্করকে।

তবে ভারতীয় পুলিশের হাতে গ্রেফতার মণীশ তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেছেন। জিজ্ঞাসাবাদের সময় তিনি বলেছেন, ‘‘সিসিটিভি ফুটেজের স্ক্রিনশটে আপনি স্পষ্ট দেখতে পাচ্ছেন, অভিযোগকারী রাজিবুল ডান হাতে পেট চেপে ধরে আছে। কিন্তু তার পেটের দিকে একটু জ়ুম করে দেখুন, আপনি দেখতে পাবেন যে, সেখানে কোনো রক্ত নেই! যদি তাকে ছুরি দিয়ে আঘাত করা হয়, তা হলে কীভাবে কোনো রক্ত নেই? সে স্বাভাবিকভাবেই হাঁটছে। কোনও ছুরিবিদ্ধ ব্যক্তির মতো নয়। কারণ সে মিথ্যা বলছিল।’’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর