আবারও বৃদ্ধি পাচ্ছে করোনার দৌরাত্ম্য। কোভিডের নতুন ধরনে আক্রান্ত হয়ে ভারতে একজনের মৃত্যু হয়েছে। ইতোমধ্যে ভারতের বিভিন্ন রাজ্যে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এরইমধ্যে অভিনেত্রীর সর্দি-কাশি ও জ্বরে গুরুতর অসুস্থ সোনাক্ষী সিনহা! আপাতত নিজেকে ঘরবন্দী করে রেখেছেন।
বিজ্ঞাপন
গতকাল রোববার (৮ জুন) সামাজিক মাধ্যমে সোনাক্ষী একটি ভিডিও ভাগ করেছেন। যেখানে অভিনেত্রীকে কাশতে কাশতে ভেপার নিতে দেখা যাচ্ছে। আর সামনে রাখা টেবিলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ওষুধ।

অভিনেত্রীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে অনুরাগীর কপালে চিন্তার ভাজ। নেটিজেনরা মনে করছেন করোনায় আক্রান্ত হয়েছেন অভিনেত্রী।
বিজ্ঞাপন
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, জ্বর-সর্দি না কমায়, চিকিৎসকের পরামর্শে কোভিড পরীক্ষা করান তিনি। সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্ম ইন্সটাগ্রাম স্টোরিতে নিজের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য ভাগ করেছেন অভিনেত্রী৷ সেখানে আনন্দের সঙ্গে জানান, ‘কোভিড-১৯’ পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে৷ যেভাবে পুনরায় ‘কোভিড-১৯’ থাবা বসিয়েছে তাতে ভয় পাওয়ারই কথা।

বলে রাখা ভালো, সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার ওয়েব সিরিজ ‘নিকিতা রায়’ দিয়ে ফিরছেন সোনাক্ষী। সিরিজটি পরিচালনা করছেন অভিনেনত্রীর ভাই কুশ সিনহা। সোনাক্ষীর সঙ্গে এই সিরিজ জুড়ে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে পরেশ রাওয়াল, অর্জুন রামপাল ও সুহেল নাইয়ারকে৷
ইএইচ/

