পাইরেসির কবলে পড়ে অসংখ্য সিনেমা ক্ষতির মুখ পড়ছে। ব্যবসা সম্ভাবনা জাগিয়েও সফলতা পাচ্ছে না। সাম্প্রতিক বছর গুলোতে পাইরেসির পরিমাণ বৃদ্ধি পেয়েছে। দর্শকরা প্রেক্ষাগৃহে বসে আধুনিক ট্যাকনোলজির সাহায্যে ভিডিও ধারন করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন। এবার পাইরেসি প্রতিরোধ করতে কঠোর ব্যবস্থা নিয়েছেন ‘তাণ্ডব’ সিনেমার সংশ্লিষ্টরা।
রোববার (৮ জুন) প্রযোজক শাহরিয়ার শাকিল এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, যে বা যারা পাইরেসির করবেন তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। যদি ছবির ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয় তাহলে আইডি অথবা পেজ ব্লক করে দেওয়া হবে।

প্রযোজকের কথায়, ‘পাইরেসি বন্ধ করার বিষয়টি কোনো অনুরোধ না। এটা কেউ করতে পারবে না। আপনারা শুধু আমাদের না, দর্শকদের বঞ্চিত করছেন। আগামী তিনদিনের টিকিট বিক্রি হয়ে গেছে। কিন্তু যারা সিনেমাটি দেখার অপেক্ষায় রয়েছেন তাদের কাছে স্পয়লার দেওয়ার কোনো অধিকার আপনার নেই। উত্তেজনা বসত কেউ ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে ক্লিপগুলো সরিয়ে দেওয়া হচ্ছে। আমাদের প্রফেশনাল টিম কাজ করছে।’
তিনি যোগ করেন, ‘পাইরেসির ব্যাপারে ক্লিয়ার বলে রাখতে চাই। সিঙ্গেল স্ক্রিনের যে হল গুলোকে দিয়েছি, সেখানে থেকে যদি পাইরেসি হয় তাহলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি প্রদর্শকদের বলবো, হলে ঠিকঠাক মতো মনিটার করেন। যাতে কেউ কোনো ধরণের পাইরেসির চেষ্টা করতে না পারে। কোনো ক্লিপ যাতে সোশ্যাল মিডিয়াতে না আসে। কারণ আমরা লোকেশন জানতে পারব কোন জায়গা থেকে পাইরেসি করা হয়েছে। পাইরেসি আটকাতে সর্বোচ্চ সতর্ক রয়েছি।’

সর্বশেষ শাহরিয়ার শাকিল বলেন, ‘যদি পাইরেসি হয়। আমরা খুবই কঠোর পদক্ষেপ নেব এটার ব্যাপারে। তাছাড়া পাইরেসি হলে একদিনের মধ্যে সোশ্যাল মিডিয়া থেকে ভিডিও ক্লিপ সরিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা নেওয়া হবে। উত্তেজনা বসত দর্শকরা যেটা করছেন এটাও পাইরেসি ভেতরে পড়ে। তাই এগুলো কেউ করবেন না। যদি সোশ্যাল মিডিয়াতে ভিডিও পোস্ট করেন তাহলে আইডি অথাব পেজ বন্ধ হয়ে যাবে।’
ইএইচ/

