ঢালিউড মেগাস্টার শাকিব খান দুই যুগেরও বেশি সময় ধরে সিনেমায় অভিনয় করছেন। এবার ঈদুল আজহায় মুক্তি পেয়েছেন অভিনেতার নতুন সিনেমা ‘তাণ্ডব’। শাকিবিয়াদের মনে জায়গা করে নিয়েছে ছবির অ্যাকশন দৃশ্যগুলো।
ঢালিউড অভিনেতা বরাবরই সিনেমার প্রতি শ্রদ্ধাশীল তা বহু তারকার কণ্ঠে উচ্চারিত হয়েছে। এবার যেন সবকিছুকে ছাড়িয়ে গেলেন। ‘তাণ্ডব’ সিনেমা শুটিংয়ের সময় শারীরভাবে অসুস্থ থাকা সত্ত্বে অভিনয় বন্ধ করেননি বলে জানিয়েছেন ছবির নির্মাতা রায়হান রাফী।

নির্মাতার কথায়, ‘শাকিব এমন একজন অভিনেতা যার সাথে কাজ করলে যেকোনো পরিচালক তার প্রেমে পড়ে যাবে। এটা স্বাভাবিক। উনি ডিরেক্টরের স্বপ্নকে বাস্তাবায়ন করেন, ডিরেক্টরকে বিশ্বাস করেন। এ সিনেমায় অনেক প্রেশার নিয়েছে কাজ করেছি। কারণ আমার সময়টা খুব অল্প ছিল। ব্যাক টু ব্যাক সিন ছিল। ব্যাক টু ব্যাক ফাইট ছিল।’
এখানেই শেষ না তিনি যোগ করেন, ‘একদিন ভাইয়া (শাকিব) খুব অসুস্থ ছিল। উনার শরীর কাপছিল। প্রেশার লো। আমি বললাম শুটিং প্যাকআপ (বন্ধ) করে দেব। তখন শাকিব বলল না শুটিং করি। ক্যারিয়ারের ছাব্বিশ বছরে এসে এতো এতো সম্মান আর ভালোবাসা। এই লেভেলের তারকা খ্যাতি থাকার পর যে মানুষটা কাজকে এতো ভালোবাসে।

রায়হান রাফী আরও বলেন, ‘ঢালিউডের অন্যান্য অভিনেতা যেমন সিয়াম, শরিফুল রাজ তাদের আমি মাঝে মাঝেই বলি শাকিব খান যদি এতো পরিশ্রম করতে পারে। তাহলে তোমাদের জান দিয়ে দেওয়া উচিত।’
বলে রাখা ভালো, গতকাল (৭ জুন) ১৩২টি হলে মুক্তি পেয়েছে শাকিব খান ও নির্মাতা রায়হান রাফী জুটির সিনেমা ‘তাণ্ডব’। মুক্তির পর হলগুলোতে দর্শকদের উপচে পড়া ভিড়। সিনেমাপ্রেমীরা শাকিবের অভিনয়ে মুগ্ধ। প্রশংসায় ভাসাচ্ছেন আফরান নিশো ও সিয়াম আহমেদের ক্যামিও। এই সিনেমায় অন্যান্যদের মধ্যে আছে সাবিলা নূর, রোজী সিদ্দিকী, ডা. এজাজ, এফএস নাঈম, ফজলুর রহমান বাবু, কাজী রাকায়েত প্রমুখ।
ইএইচ/

