রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সেন্সরে ‘তাণ্ডব’, হয়ে গেছে স্ক্রিনিং 

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৪ জুন ২০২৫, ১২:২৩ পিএম

শেয়ার করুন:

সেন্সরে ‘তাণ্ডব’, হয়ে গেছে স্ক্রিনিং 

ঈদে মুক্তি প্রতীক্ষিত ‘তাণ্ডব’ সিনেমা নিয়ে শাকিবিয়ানদের উন্মাদনার শেষ নেই। সেইসঙ্গে ক্ষীণ চিন্তা সওয়ার হয়েছিল তাদের ওপর। কেননা ঈদের সন্নিকটে অথচ সেন্সর সার্টিফিকেশন বোর্ড থেকে কোনো খবর আসছে না। এবার এলো কাঙ্ক্ষিত খবর। এরইমধ্যে স্ক্রিনিং শেষ ছবিটির। শিগগির মিলবে ছাড়পত্র। ঢাকা মেইলকে খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের উপ-পরিচালক মঈন উদ্দিন।  

তিনি বলেন, ‘‘তাণ্ডব’ সেন্সরে জমা পড়েছে। এরইমধ্যে স্ক্রিনিং হয়ে গেছে। সেন্সর পেয়ে যাবে।’’


বিজ্ঞাপন


সার্টিফিকেশন বোর্ডের সদস্য কাজী নওশাবা আহমেদ তাণ্ডবের প্রসংসা করে বলেন, ‘‘দুই দিন আগে স্ক্রিনিং হয়েছে ‘তাণ্ডব’-এর। ভালো হয়েছে ছবিটি। দারুণ মেকিং। এবারের ঈদের বাকি ছবিগুলোও ভালো হয়েছে। ‘ইনসাফ’, ‘নীল চক্র’, ‘টগর’, ‘এশা মার্ডার’ সবগুলোই— দেখা হয়েছে। আশা করছি রোজার ঈদের মতো এবারও সবকটা ছবি ভালো চলবে।’’

জানা গেছে, সম্পূর্ণ মারকাটারি ছবি হতে যাচ্ছে ‘তাণ্ডব’। পর্দায় কিং খানকে পলকে পলকে রঙ পাল্টাতে দেখা যাবে। এমনই রহস্যময় হবে চরিত্রটি।

‘তাণ্ডব’-এ শাকিবের সঙ্গে দেখা যাবে সাবিলা নূরকে। আরও আছেন জয়া আহসান। এছাড়া অভিনয় করেছেন ডা. এজাজ, রোজী সিদ্দিকি, এফএস নাঈম প্রমুখ। 

ছবিটি পরিচালনা করেছেন রায়হান রাফী। প্রযোজনায় এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। সহ–প্রযোজনায় আছে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি। সহযোগিতা করেছে দীপ্ত।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর