গতকাল সোমবার সন্ধ্যায় অন্তর্জালে মুক্তি পেয়েছে মেগাস্টার শাকিব খান ও সাবিলা নূর জুটির সিনেমা ‘তাণ্ডব’-এর প্রথম গান ‘লিচু বাগানে’। গানটিতে কণ্ঠ দিয়েছেন প্রীতম হাসান, জেফার, মঙ্গল মিয়া ও আলেয়া বানু। গানটি মুক্তি পর অনেকে গানের প্রশংসা করলেও সাবিলা নূরকে শাকিবের সঙ্গে মানানসই লাগেনি বলে মন্তব্য করেছেন।
বিজ্ঞাপন
এবার গানটি নিয়ে অভিনেত্রী নায়লা নাঈম লিখেছেন, শাকিব খানের কি নায়িকার অভাব পড়ছিল। মঙ্গলবার (৩ মে) নিজের ফেসবুকে দেওয়া একটি পোস্টে তিনি এ মন্তব্য করেন।

অভিনেত্রীর অনুরাগীদের কাছে প্রশ্ন ছুড়ে দিয়ে ওই পোস্টে তিনি লিখেছেন, ‘ভাই শাকিব খানের কি নায়িকার অভাব পড়ছিল? শাকিব খানের ফ্যান হিসেবে আমাদের প্রত্যাশার লেভেল এখন অনেক বেশি!’
বিজ্ঞাপন
এখানেই শেষ না তিনি যোগ করে লিখেছেন, ‘সুন্দর সেট সুন্দর গান। গানটাকে তো পুরাই মেরে দিল নায়িকা! সে খুবই সুন্দর অভিনয় করে। নাটকের নায়িকা হিসেবেই ঠিক আছে। কিন্তু বড় পর্দায় বড়ই বেমানান!’
জানা গেছে, সম্পূর্ণ মারকাটারি ছবি হতে যাচ্ছে শাকিব-রাফীর জুটির ‘তাণ্ডব’। পর্দায় কিং খানকে পলকে পলকে রঙ পাল্টাতে দেখা যাবে। এমনই রহস্যময় হবে চরিত্রটি। ছবিটি প্রযোজনা করছে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। কোরবানি ঈদে মুক্তি পাবে।
ইএইচ/

