সিনেমায় নাম লিখিয়েই ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছে আফরান নিশোকে। এবার ঈদেও ‘বরবাদে’র বিপরীতে হাজির হন ‘দাগি’ নিয়ে। কিং খানের সঙ্গে বারবার টক্কর দেওয়ায় শাকিবিয়ানদের চক্ষুশূল তিনি।
এদিকে শোনা গিয়েছিল, নির্মিতব্য ‘তাণ্ডব’ সিনেমায় শাকিব খানের সাথে দেখা যাবে নিশোকে। গুঞ্জন রয়েছে, সে গুঁড়ে বালি। কেননা শুধু শাকিবিয়ানরা না, খোদ শাকিবও নাকি নাখোশ নিশোর ওপর। ঠিক এ কারণে ‘দাগি’ র নিশানের সঙ্গে পর্দা ভাগ করতে চাচ্ছেন না ‘বরবাদে’র আরিয়ান মির্জা। ‘তাণ্ডব’-এর শুটিং চলাকালীন এফডিসির একটি সূত্র থেকে জানা গেছে খবরটি।

সূত্র জানিয়েছে,পুরনো কথা ভোলেননি শাকিব। সুড়ঙ্গ মুক্তির পর তাকে ইঙ্গিত করে অপমানজনক মন্তব্য করেছিলেন নিশো। সেই ক্ষত এখনও সারেনি কিং খানের। সে কারণেই বেঁকে বসেছেন।
এদিকে তাণ্ডবের প্রযোজনা প্রতিষ্ঠান নিশো-শাকিবের দ্বন্দ্ব অবসানে চেষ্টার ত্রুটি রাখেনি। তাদের সামনা সামনি বসানোর উদ্যোগও নেওয়া হয়েছিল। কিন্তু বিষয়টি টের পেয়েই আলফা আই এন্টারটেইনমেন্টের বনানীর অফিস থেকে বের হয়ে যান শাকিব৷
তবে কি এক ফ্রেমে দেখা যাচ্ছে না শাকিব-নিশোকে? প্রশ্নটি অনেকের মাথায়। সূত্র জানায়, এ বিষয়টি এখন ঝুলে আছে। নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
এদিকে ‘তাণ্ডব’-এ সাবিলা নূরের যুক্ত হওয়ার বিষয়টি প্রকাশ্যে এসেছে শুটিং চলাকালীন গতকাল সোমবার দুপুরে লিক হওয়া কয়েক সেকেন্ডের ফুটেজে! জানা যায়, ঢাকার এফডিসির পর উত্তরবঙ্গের কোনো এক লোকেশনে শাকিব-সাবিলা শুটিং করছেন। যেখানে শাকিবকে দেখতে হাজার হাজার মানুষ ভিড় করছেন।

এতে বিশেষ চরিত্রে থাকছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তবে নায়িকা প্রসঙ্গে এখনও মুখ খোলেননি রায়হান রাফী। তার কথায়, 'নায়িকার ব্যাপারে কিছু বলতে চাচ্ছি না। ক'দিন পর টিজার আসবে তখন সবাই জানতে পারবেন। কয়েকটি দিন অপেক্ষা করতে হবে।'
জানা গেছে, সম্পূর্ণ মারকাটারি ছবি হতে যাচ্ছে শাকিব-রাফীর জুটির ‘তাণ্ডব’। পর্দায় কিং খানকে পলকে পলকে রঙ পাল্টাতে দেখা যাবে। এমনই রহস্যময় হবে চরিত্রটি। ছবিটি প্রযোজনা করছে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। কোরবানি ঈদে মুক্তি পাবে।

