রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বাবা হলেন পরমব্রত 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০১ জুন ২০২৫, ০৩:৪৬ পিএম

শেয়ার করুন:

বাবা হলেন পরমব্রত 

আজ ১ জুন জামাইষষ্ঠীর দিন সুখবর এলো টলিউডে। বাবা হয়েছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে জামাইষষ্ঠীর দিন পুত্র সন্তানের জন্ম দিয়েছেন পিয়া চক্রবর্তী।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। জানা গেছে, মা-ছেলে দুজনেই সুস্থ আছেন। খবরটি সামাজিক মাধ্যমে প্রথম জানান পরম-পিয়ার পারিবারিক বন্ধু রত্নাবলী রায়। তিনি বলেন, ‘পুত্রসন্তান হয়েছে পরম-পিয়ার।’ 

1742392469_param_20250320_120948911_(1)

বিয়ের এক বছর যেতেই সুখবর দিয়েছিলেন পরমব্রত-পিয়া। সংসার বড় হচ্ছে তাদের। আসছে নতুন অতিথি। ফেব্রুয়ারিতে জানিয়েছিলেন। এরপর পরমব্রত জানান পিয়ার মা হওয়ার দিনক্ষণ।
সেসময় বলেছিলেন, ‘ফেব্রুয়ারি মাসে আমি ও পিয়া জানিয়েছি, আমরা মা-বাবা হতে চলেছি। জুন মাসে হয়তো সন্তান জন্ম নেবে। এই সময় পিয়ার পাশে আমার বেশি থাকা দরকার ছিল। কাজের চাপে যেটা আমি পারিনি।’

স্ত্রীর পাশে থাকতে মে থেকে পিতৃত্বকালীন ছুটিতে গিয়েছিলেন পরম। বলেছিলেন, ‘নিজের চোখে সন্তানের বেড়ে ওঠা দেখতে চাই। একই সঙ্গে পিয়ার পাশে থেকে ওর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সন্তানপালনের দায়িত্ব ভাগ করে নিতে চাই। কারণ স্ত্রী অন্তঃসত্ত্বা মানেই স্বামীর দায়িত্ব শেষ নয়। বরং বেশি করে স্ত্রীকে আগলে রাখা। কারণ এ সময় ভালোমন্দ সব কিছুই স্ত্রী একমাত্র স্বামীর সঙ্গেই ভাগ করতে চায়।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর