রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

অল্পের জন্য প্রাণে বাঁচলেন অভিষেক বচ্চন

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৮ মে ২০২৫, ১১:৪৮ এএম

শেয়ার করুন:

অল্পের জন্য প্রাণে বাঁচলেন অভিষেক বচ্চন

অল্পের জন্য প্রাণে বাঁচলেন বলিউড তারকা অভিষেক বচ্চন। ‘হাউসফুল ৫’ সিনেমার ট্রেলার লঞ্চে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হন তিনি। মাথার ওপর ভেঙে পড়ে ছাদ। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

এরইমধ্যে অভিষেকের ওই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, অভিষেককে ঘিরে আছেন টিমের সদস্যরা। ভেঙে পড়া ছাদের অংশ দেখিয়ে তিনি সকলের সঙ্গে কথা বলছেন। তিনি সতর্ক করায় কারও আঘাত লাগেনি। অভিনেতা নিজেও সুস্থ রয়েছেন। 

022be5a356cbe2bb7ec002183fbd5fa162fa32c64e7ec8a0_20250304_120934126

সাংবাদিকদেরও সেখান থেকে সরে যাওয়ার অনুরোধ করেন অভিষেক। তবে এতবড় অনুষ্ঠানে কীভাবে ছাদের অংশ ভেঙে পড়ল? সেই প্রশ্ন উঠছে। এক্ষেত্রে কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগও উঠে আসছে। 

এদিকে যে ট্রেলার নিয়ে এমন দুর্ঘটনা সেটি কিন্তু বেশ জমেছে। গতকাল মঙ্গলবার প্রকাশ পেতেই লুফে নিয়েছেন দর্শক। কমেডি ঘরানার ছবিটিতে থাকছেন অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, রীতেশ দেশমুখ। আগামী ৬ জুন মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর