শনিবার, ২২ মার্চ, ২০২৫, ঢাকা

বাবারা অনেক কিছু নীরবে সহ্য করে: অভিষেক বচ্চন

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২ মার্চ ২০২৫, ০৫:৪০ পিএম

শেয়ার করুন:

বাবারা অনেক কিছু নীরবে সহ্য করে: অভিষেক বচ্চন

সন্তান আরাধ্যকে এক হাতে বড় করেছেন ঐশ্বরিয়া রাই। এখনও মায়ের আঁচল ধরে থাকে কন্যা। তুলনামূলকভাবে অভিষেক বচ্চনের সঙ্গে কম দেখা যায়। এতে নাখোশ নন জুনিয়র। বরং তিনি মনে করেন মায়ের জায়গা নেওয়া অসম্ভব। পাশাপাশি এ-ও মনে করেন, বাবারা অনেক কিছু নীরবে সহ্য করে যায়।

মুক্তির অপেক্ষায় অভিষেকের সিনেমা ‘বি হ্যাপি’। বাবা-মেয়ের সম্পর্কের সমীকরণে নির্মিত এ ছবি। এর প্রচারণায় ঘাম ঝড়াচ্ছেন তিনি। এরকম এক অনুষ্ঠানে এসে কথাগুলো বলেন নায়ক। 

WhatsApp-Image-2023-08-18-at-10.08.55-PM

তার কথায়, ‘‘আমরা অনেক সময় ভুলে যাই যে একজন বাবা কী পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন। আমার মনে হয় পুরুষেরা মনের ভাব প্রকাশ করতে খুব একটা পটু নন। এটা একটা বিরাট ত্রুটি। আমরা মনে করি, আমাদের যে কোনো দায়িত্ব বা চাপ খুব নীরবে গ্রহণ করতে হবে এবং তা মুখ বুজে মেনে নিতে হবে।”

আরও ‘আমার মনে হয় না যে একজন পিতা কখনও মায়ের জায়গা নিতে পারে না। মায়ের বিকল্প কেউ হয় না, কিন্তু এর মানে এই নয় যে পিতা তার সন্তানদের জন্য কম স্বার্থত্যাগ করেন। এই ছবির মাধ্যমে আমরা এটাই দেখাতে চাইছি যে একজন পিতা তার সন্তানকে আগলে রাখেন, বিশেষ করে মায়ের অনুপস্থিতিতে।

image_45048_1701657004_20240811_115607946_(1)

‘বি হ্যাপি’ নির্মাণ করেছেন রেমো ডিসুজা। এতে আরও অভিনয় করেছেন নোরা ফতেহি, নাসির, ইনায়াত বর্মা, জনি লিভার এবং হারলিন শেঠি প্রমুখ। ১৪ মার্চ অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাচ্ছে ছবিটি। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর