বাবার প্রাক্তন সে তো শত্রুসম। দেখা হলে কথা হবে না এটাই স্বাভাবিক। বাড়ি ফিরে মায়ের বকুনির ভয়ও থাকে। তবে অমিতাভপুত্র অভিষেক বচ্চনের ক্ষেত্রে দেখা গেল ব্যতিক্রম। সম্প্রতি বিগ-বির প্রাক্তন রেখা সন্তানের স্নেহে বুকে টেনে নিলেন জুনিয়র বচ্চনকে।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, এক অনুষ্ঠানে ঘটেছে ঘটনাটি। সেখানে রেখার পর মঞ্চে ওঠেন অভিষেক। পরস্পরকে আলিঙ্গনও করেন তারা! সে দৃশ্য যেন বলছিল তাদের মধ্যে আর কোনো দূরত্ব নেই, মনোমালিন্যও নেই!
রেখা শুধু সন্তানস্নেহে অভিষেককে বুকে টেনেই থেমে থাকেননি। গাল ছুঁয়ে আদরও করেন। এরপর কুশল বিনিময়ও করেন তারা! এর আগে এমন পরিবেশে দুজনকে এভাবে দেখা গেছে বলে মনে করতে পারছেন না বি-টাউনবাসী।
এদিকে বচ্চন পরিবারের সঙ্গে রেখার সম্পর্ক শীতল হলেও ঐশ্বরিয়ার সঙ্গে উষ্ণ। রাই সুন্দরী মা বলে সম্বোধন করেন তাকে। দেখামাত্র ধরেন জড়িয়ে। তাই দেখে অনেকের ধারণা, শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে সম্পর্ক খারাপ পুত্রবধূর। সে আগুনে ঘি ঢালতেই এমন আচরণ তার। এবার কি অভিষেকও ঐশ্বরিয়ার দলে নাম লেখালেন? প্রশ্ন অনেকের।