সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সুচিত্রা সেন কোনোদিন আওয়ামী লীগ করেননি: প্রিন্স মাহমুদ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৩ মে ২০২৫, ০৩:৪১ পিএম

শেয়ার করুন:

সুচিত্রা সেন কোনোদিন আওয়ামী লীগ করেননি: প্রিন্স মাহমুদ

পাবনা সরকারি এডওয়ার্ড কলেজে তিনটি আবাসিক হলের নাম পরিবর্তন করা হয়েছে। এরমধ্যে উপমহাদেশের প্রখ্যাত অভিনেত্রী ও পবনার গর্ব সুচিত্র সেনের নামে ছাত্রীনিবাসের নাম পরিবর্তন করা হয়েছে। সুচিত্রা সেন ছাত্রীনিবাসের নাম পরিবর্তন করে রাখা হয়েছে জুলাই ৩৬ ছাত্রীনিবাস। হলের নাম পরিবর্তন নিয়ে সমালোচনা ঝড় বইছে। 

সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক নরেশ মধু বলেন, “তিনি রাজনৈতিক কোনো ব্যক্তিত্ব নন, বরং আবেগ ও ভালোবাসার মানুষ। তার নাম মুছে দেওয়া মেনে নেওয়া যায় না। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই ও নাম পুনর্বহালের দাবি করি।” 


বিজ্ঞাপন


সুচিত্রা সেন: আজীবন নায়িকা ছিলেন যিনি

সামাজিকমাধ্যমে দেশ-বিদেশে অবস্থানরত অভিনেত্রী অসংখ্য ভক্ত হলের নাম পরিবর্তন করা সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন। সেই তাকিলায় যুক্ত হলেন জনপ্রিয় সুরকার প্রিন্স মাহমুদ। তিনিও প্রতিবাদ জানিয়েছেন এমন হীন সিদ্ধান্তের। 

আজ শুকবার (২৩ মে) নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে প্রিন্স মাহমুদ লিখেছেন, ‘সুচিত্রা সেন ছাত্রীনিবাসের নাম না কি এখন ‘জুলাই-৩৬ ছাত্রীনিবাস’। বোঝেন অবস্থা! সুচিত্রা সেন শুধু পাবনার না বাংলাদেশের ব্র্যান্ড। তিনি কোনোদিন আওয়ামীলীগ করেছেন বলে খবর পাওয়া যায় নাই। লজ্জা।’ 

'সুচিত্রা সেনের নাতনি হয়ে কীভাবে রাজি হলেন?'


বিজ্ঞাপন


ওই পোস্টের মন্তব্যের ঘরে তিনি লিখেছেন, ‘এ আর নতুন কি? ২০১০ সালে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম বদলে ছিল! সেই তো শুরু।’ 

সবশেষে একটি উক্তি উল্লেখ করে লিখেছেন, ‘ঐযে, মহামূর্খ মহাদুর্জন যে পথে করে গমন হয়েছিল প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে স্বীয় র্কীতি ধ্বজা ধরে তারাও হবে বরণীয়।’ 

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর