মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘সুচিত্রা সেনের নাতনি হয়ে কীভাবে রাজি হলেন?’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৪, ১১:৩৫ এএম

শেয়ার করুন:

‘সুচিত্রা সেনের নাতনি হয়ে কীভাবে রাজি হলেন?’

সৌন্দর্য ও অভিনয় দক্ষতা ভরপুর থাকার পরও মহানায়িকা সুচিত্রা সেনের বলয় থেকে বের হতে পারেননি রাইমা সেন। যত না নায়িকা তার চেয়ে বেশি তাকে চেনানো হয় সুচিত্রার নাতনি হিসেবে। নতুন খবর হলো একের পর এক হুমকি দেওয়া হচ্ছে রাইমাকে। সনবগে অশ্রাব্য গালাগাল। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। 

আরও পড়ুন: ঐশ্বরিয়া দুবাইয়ে বাড়ি কিনেছেন, ছাড়ছেন ভারত!


বিজ্ঞাপন


হিন্দি ছবি ‘মা কালী’তে অভিনয়ের কথা দিন কয়েক আগে প্রকাশ্যে এনেছেন রাইমা। ১৯৪৬ সালের ১৬ আগস্টের সাম্প্রদায়িক হিংসার প্রেক্ষাপটে ছবির গল্প। যে দিনটি ইতিহাসের পাতায় ‘১৯৪৬ ক্যালকাটা কিলিংস’ নামে পরিচিত। কিন্তু সিনেমার পোস্টার প্রকাশ্যে আসার পর থেকেই লাগাতার হুমকি ফোন পাচ্ছেন রাইমা সেন। 

1606275939_5fbdd363380e3_raima-sen

অভিনেত্রীর কথায়, বাংলা-হিন্দি উভয় ভাষাতেই অশ্রাব্য শব্দে হুমকি দেওয়া হচ্ছে। যা ছাপারও অযোগ্য! হুমকি ফোনে ক্রমাগত রাইমাকে প্রশ্ন ছোঁড়া হচ্ছে, “আপনাকে তো কলকাতাতেই থাকতে হবে।… সুচিত্রা সেনের নাতনি হয়ে কীভাবে রাজি হলেন?” 

আরও পড়ুন: জনপ্রিয় অভিনেতাকে নিয়ে উল্টে গেল চলন্ত গাড়ি!


বিজ্ঞাপন


এদিকে বিষয়টি চিন্তিত রাইমা। ভাবছেন পরিবারের নিরাপত্তা নিয়ে। তবে এখনই আইনি পদক্ষেপ নিতে চাচ্ছেন না। এরকম যদি চলতে থাকে তবেই ভারতীয় পুলিশের কাছে নালিশ ঠুকবেন বলে জানিয়েছেন। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর