ঘরে স্ত্রী থাকতেও অভিনেতা আদিত্য পাঞ্চোলির দাপিয়ে পরকীয়া করে বেড়ানোর গুঞ্জনে একসময় সরগরম ছিল বলিউড। নব্বই দশকের পূজা বেদী থেকে শুন্য দশকের কঙ্গনা রণৌতসহ অনেকের নাম আছে তার প্রেমিকার তালিকায়।
সেসব নিয়ে কখনও অভিযোগ আনেননি আদিত্যর স্ত্রী অভিনেত্রী জারিনা ওয়াহাব। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বলেছেন তিনি। তবে ভালো স্বামীর কাতারেই রেখেছেন আদিত্যকে। তার মতে, বাইরে যাই করুক না কেন ঘরে আদিত্য একজন চমৎকার স্বামী।

স্বামীর পরকীয়া নিয়ে প্রশ্ন করা হলে জারিনা বলেন, ‘আমি যখন এসব (বরের প্রেম-জল্পনা) পড়তাম তখন একটু খারাপ লাগত, সেগুলো নিয়ে হাসাহাসিও করতাম। সে বাইরে কী করে তা নিয়ে আমি চিন্তা করি না, কিন্তু যখন সে বাড়িতে প্রবেশ করে, তখন সে একজন চমৎকার বাবা ও স্বামী। আর এটাই আমার কাছে গুরুত্বপূর্ণ।’
আরও বলেন,‘আমার খারাপ লাগত যদি সে তার এই বিষয়গুলো বাড়িতে নিয়ে আসত। আমি যদি এই সমস্ত জিনিসগুলো খুব গুরুত্ব দিতাম এবং সেগুলো নিয়ে অনবরত ঝগড়া করতাম, তাহলে আমারই ক্ষতি হয়। আমি নিজেকে কষ্ট দিতে চাই না, আমি নিজেকে খুব ভালোবাসি।’
আদিত্যপত্নি বলেন, ‘অনেকেই মনে করেন যে তিনি বৈবাহিক জীবনে একদম খুশি নন, এবং খুব বাজে আছেন। লোক বলে, জারিনা নিশ্চয়ই খুব খারাপ আছে, ওর বর ওই মেয়েকে দেখছে, ওই মেয়েকে দেখছে। এরা কখনো এরকম বলে না, মেয়েগুলোও ওকে দেখছে!’
![]()
স্বামীর পরকীয়া সম্পর্কে অবগত ছিলেন জারিনা। এর আগে এরকম উল্লেখ করে বলেছিলেন, ‘আমি সবসময় নির্মলের (আদিত্যের আসল নাম) অ্যাফেয়ার্স সম্পর্কে অবগত ছিলাম, কিন্তু কখনও তাকে প্রশ্ন করিনি। আমি কেবল সে যখন বাড়িতে থাকত তখন সে আমার সঙ্গে কেমন ব্যবহার করে, তা নিয়ে চিন্তিত ছিলাম। আমি তাকে প্রশ্ন জিজ্ঞাসা করা এড়িয়ে যেতাম কারণ তাহলে এতে ওর মধ্যে আর কোনো ভয় কাজ করত না। আমি সে যে বাইরে গিয়ে প্রেম করতে পারে, তার জন্য পুরোপুরি প্রস্তুত ছিলাম।’
বলিউড অভিনেতা সুরজ পাঞ্চোলি এবং সানা পাঞ্চোলির বাবা-মা আদিত্য-জারিনা। ১৯৮৬ সালে গাঁটছড়া বাঁধেন তারা। বিবাহিত জীবনে আদিত্য একাধিক নারীর দিকে ঝুঁকলেও তার হাত ছাড়েননি জারিনা।

