কান সৈকতে জমে উঠেছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসব। ৭৮ তম কান উৎসবে অংশ নিয়েছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। তোতাপাখির মতো রংবেরঙের পোশাক পরে রাতারাতি সংবাদের শিরোনাম হয়েছেন অভিনেত্রী। শুধু কি তাই- গত রোববার রেড কার্পেটে হাঁটতে এসেছেন ছেঁড়ে পোশাক পরে!
বিজ্ঞাপন
যা নেটদুনিয়ায় রীতিমতো হাসির খোরাক জুগিয়েছে। এবার কান উৎসবে পোশাকে কড়াকড়ি নিয়ম করা হয়েছে। নগ্ন পোশাক ও লম্বা গাউন পরতে পারবেন না তারকারা। সেই কথা মাথায় রেখে অভিনেত্রীর পোশাকের পরিকল্পনা করেছেন বিখ্যাত ফ্যাশান ডিজাইনার নাজা সাদ।

নাজা সাদের পোশাক অভিনেত্রীর অনুরাগীর মন কাড়তে পারেনি বরং নেটদুনিয়ায় ধেঁয়ে এসেছে একের পর এক কটাক্ষ। কানের লাল গালিচায় হাটার জন্য কালো রঙের একটি গাউন বেছে নিয়েছিলেন। আধা স্বচ্ছ পোশাক পরে মঞ্চে এসে উপস্থিত দর্শকের উদ্দেশে হাত নাড়তেই বিপত্তি ঘটে। সামাজিকমাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা গেছে বাম হাতের বাহুর নীচের অংশ ছেঁড়া।
বিজ্ঞাপন
সেটা আবার স্পষ্ট দেখা যাচ্ছে। পোশাক নিয়ে বেশ অস্বস্তি পড়েছেন তা ভিডিওতে স্পষ্ট। জামা ছেঁড়ার বিষয়টি আঁচ করতেই হাত না তুলে বিষয়টি সামলানোর চেষ্টা করেন উর্বশী। কান চলচ্চিত্র উৎসবে অভিনেত্রীর সাজপোশাক নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে।
ইএইচ/
