কোরবানি ঈদে মুক্তিপ্রতিক্ষীত ‘তাণ্ডব’ -এর পূর্বাভাস দিয়ে সামাজিক মাধ্যম নিজের করে নিয়েছেন শাকিব খান। অনুরাগীদের পাশাপাশি সহকর্মীরাও প্রশংসা করছেন। এবার সে তালিকায় নাম উঠল কিং খানের সন্তানের মা অভিনেত্রী শবনম বুবলীর।
তাণ্ডব’ -এর পূর্বাভাস প্রকাশের কিছুক্ষণ পর-ই নিজের ফেসবুকে শেয়ার দিয়েছেন বুবলী। ১ মিনিট ৩০ সেকেন্ডের সে ঝলকে মুগ্ধ অভিনেত্রী লিখেছেন, আরেকটি টর্নেডো আসছে।
_20250518_125445440.jpg)
এক মিনিট তিরিশ সেকেন্ডের ফরকাস্টের শুরুতে আবহাওয়া বার্তায় দেশের সব পুলিশ স্টেশনকে ১০ নাম্বার বিপদ সংকেত দেখাতে বলা হয়। সেইসঙ্গে দেশবাসীকে অবস্থান পরিবর্তন না করতে পরামর্শ দেওয়া হয়।
এরপর হাজির এক মুখোশ মানব যার তাণ্ডবে তটস্থ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনি। তুমুল তাণ্ডবের পর দেখা যায় মুখোশ মানব আর কেউ নন, শাকিব খান। ছোট চুল, তামাটে ত্বক। এ যেন অন্য এক অবতার!

একের পর এক মারকাটারী দৃশ্যে পেয়ে যখন তাকে শুধুই সন্ত্রাসী মনে হচ্ছিল, ঠিক তখন জনসমুদ্রের সামনে দাঁড়িয়ে সবার উদ্দেশে হাত নাড়াতে দেখা যায়। তখন মনে হয় শুধুই অস্ত্রধারী নন পুরো এক গোষ্ঠীর অবতার হয়তো তিনি!
‘তাণ্ডব’ সিনেমা প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। সহ–প্রযোজনায় আছে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি। সহযোগিতা করেছে দীপ্ত।
সিনেমার বাকি অভিনয়শিল্পীদের নাম শীঘ্রই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট প্রযোজকেরা। একে একে প্রকাশ পাবে ‘তাণ্ডব’ সিনেমার আরও অনেক প্রচারণামূলক ভিডিও। সেগুলো দর্শকদের আরও চমকে দেবে বলে আশ্বস্ত করেছেন নির্মাতা রায়হান রাফী।

