সম্প্রতি ঢালিউড চলচ্চিত্রের খলঅভিনেতা মিশা সওদাগরকে মারধরের একটি ভিডিও সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়! গত বুধবার ছড়িয়ে পড়া ভিডিওতে দাবি করা হয় অভিনেতা মবের শিকার হয়েছেন। অভিনেতাকে মারধরের ভিডিও ঝড় তোলে সামাজিক মাধ্যমে। এবার মারধরের ভাইরাল ভিডিওর বিষয় মুখ খুললেন অভিনেতা।
বিজ্ঞাপন
অভিনেতার মারধরের খবরে অনুরাগীদের কপালে চিন্তার ভাজ। খোঁজ নিয়ে জানা গেছে, পায়ের চিকিৎসার জন্য মিশা সওদাগর বর্তমানে আমেরিকায় অবস্থান করছেন। এদিকে মারধরের খবর সোশ্যাল মিডিয়া এবং সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়লে চোখ এড়ায়নি অভিনেতার।

গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত দেড়টার দিকে একটা ভিডিও পোস্ট করেন। ওই ভিডিওতে সত্যিটা জানালেন মিশা সওদাগর। কথা বলেন ভাইরাল সেই ভিডিও নিয়ে। অভিনেতা বলেন, ‘বিষয়টি ভীষণ অপ্রস্তুত অবস্থায় ফেলেছে আমাকে। এ জন্য আমি নিন্দা জ্ঞাপন করছি।’
বিজ্ঞাপন
জানা গেছে, আমেরিকার ডালাসের একটি হাসপাতালে হাঁটুর সফল অস্ত্রোপচার শেষে বাসায় ফিরেছেন তিনি। হাসপাতাল থেকে বের হওয়ার সময় একটি ভিডিও সামাজিক মাধ্যমের ভাগ করে নিয়েছেন অভিনেতা। যেখানে দেখা গেছে বেশ প্রাঞ্জল হাসি মুখে অভিনেতা। ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, এখন তিনি আগের থেকে সুস্থ আছেন।

বলে রাখা ভালো, ৯ বছর আগে ‘মিসড কল’ সিনেমার শুটিং করতে গিয়ে আহত হয়েছিলেন ঢালিউড চলচ্চিত্রের খল অভিনেতা মিশা সওদাগর। সেই সময় ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল। সেবার চিকিৎসকের পরামর্শে সুস্থ হয়ে ওঠেন।
ব্যস্ততা থাকলেও রোজা ছাড়ি না: মিশা সওদাগর
সম্প্রতি একই জায়গায় আবারও আঘাতপ্রাপ্ত হন তিনি। তখন চিকিৎসক পরামর্শ দিয়েছিলেন দ্রুত অস্ত্রোপচারের। কয়েক দিন আগেই পায়ের অস্ত্রোপচারের জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছিলেন অভিনেতা। অস্ত্রোপচার সম্পূর্ণ হয়েছে বলে জানিয়েছেন অভিনেতা জায়েদ খান।
ইএইচ/

