শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

তাণ্ডব: সব পুলিশ স্টেশনকে ১০ নাম্বার বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে!  

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৮ মে ২০২৫, ১২:১৩ পিএম

শেয়ার করুন:

তাণ্ডব: সব পুলিশ স্টেশনকে ১০ নাম্বার বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে!  

গেল ঈদে ‘বরবাদ’ করেছেন মেগাস্টার শাকিব খান। এবার সিনেমা হলে ‘তাণ্ডব’ চালাবেন তিনি। তর সইছে না ভক্তদের। ওদিকে শাকিবও বসে নেই। রায়হান রাফীর নির্দেশনায় ব্যস্ত ‘তাণ্ডবে’ শেষ আঁচড় কাটতে। 

এদিকে উন্মাদনার আগুনে ঘি ঢালার মতো কিছুটা উপকরণ হলেও চাইছিলেন ভক্তরা। যেন প্রচারণা নামের পাগল ঘোড়া সামাজিক মাধ্যমে তাণ্ডব শুরু করে। এ নিয়ে সামাজিক মাধ্যমে বেশ হইচই করছিলেন তারা। 


বিজ্ঞাপন


অতঃপর বিষয়টি গায়ে মেখে সামাজিক মাধ্যমে জানানো হলো, চোখ রাখুন স্ক্রিনে, বিনাশকারী তাণ্ডব হবে কাল ঠিক (আজ রোববার) সকাল ১১:৩০ এ! তারপর থেকেই ভক্তদের এক কথা, কখন বাজে সাড়ে ১১ টা, কখন বাজে সাড়ে ১১ টা।

অবশেষে নির্ধারিত সময়ে পূর্বনির্ধারিত কথা অনুযায়ী এলো ‘তাণ্ডব ফরকাস্ট। এ যেন আসলেই ইঙ্গিত নয়, ধ্বংসের সিগন্যাল! এক মিনিট তিরিশ সেকেন্ডের ফরকাস্টের শুরুতে আবহাওয়া বার্তায় দেশের সব পুলিশ স্টেশনকে ১০ নাম্বার বিপদ সংকেত দেখাতে বলা হয়। সেইসঙ্গে দেশবাসীকে অবস্থান পরিবর্তন না করতে পরামর্শ দেওয়া হয়।

এরপর হাজির এক মুখোশ মানব যার তাণ্ডবে তটস্থ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনি। তুমুল তাণ্ডবের পর দেখা যায় মুখোশ মানব আর কেউ নন, শাকিব খান। ছোট চুল, তামাটে ত্বক। এ যেন অন্য এক অবতার!

একের পর এক মারকাটারী দৃশ্যে পেয়ে যখন তাকে শুধুই সন্ত্রাসী মনে হচ্ছিল, ঠিক তখন জনসমুদ্রের সামনে দাঁড়িয়ে সবার উদ্দেশে হাত নাড়াতে দেখা যায়। তখন মনে হয় শুধুই অস্ত্রধারী নন পুরো এক গোষ্ঠীর অবতার হয়তো তিনি! 


বিজ্ঞাপন


শাকিবময় পুরো ফরকাস্টে অন্য অভিনয়শিল্পীরা কয়েক সেকেন্ডের বেশি সুযোগ পাননি। জয়া আহসানের ভাগেও জুটেছে একটি দৃশ্য। দেখা যায়নি সাবিলা নূরকে। হয় দর্শকের তেষ্টা জিইয়ে রাখতেই আড়ালে রাখা হয়েছে অভিনেত্রীকে।

এদিকে ফরকাস্টটি প্রকাশমাত্র সামাজিক মাধ্যমে তাণ্ডব শুরু হয়েছে। মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘এবারও একলাই কাঁপাবে মেগাস্টার শাকিব খান।’ অন্য একজনের কথায়, ‘এই বসকে কেউ থামা।’ এরকম অসংখ্য প্রশংসাসূচক মন্তব্যে ঠাঁসা কমেন্ট বক্স। তাতে বোঝাই যাচ্ছে, ভক্তদের ষোলোআনা-ই দিতে পেরেছেন শাকিব।

এর আগে জানা গিয়েছিল, সম্পূর্ণ মারকাটারি ছবি হতে যাচ্ছে শাকিব-রাফীর জুটির ‘তাণ্ডব’। পর্দায় কিং খানকে পলকে পলকে রঙ পাল্টাতে দেখা যাবে। এমনই রহস্যময় হবে চরিত্রটি। ফরকাস্ট যেন সে আভাস-ই দিল।

‘তাণ্ডব’ সিনেমা প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। সহ–প্রযোজনায় আছে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি। সহযোগিতা করেছে দীপ্ত। এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লি. এর ম্যানেজিং ডিরেক্টর (এমডি) শাহরিয়ার শাকিল বলেন, ‘মাত্র তো সিনেমাটির কিছু দৃশ্য দেখলেন দর্শক। এতে করে দর্শকদের সিনেমাটি নিয়ে একরকম আগ্রহ তৈরি হবে। স্বাভাবিকভাবেই প্রচারের জন্য আরও অনেক কিছুই আসবে। সেগুলো দর্শকদের ভালো লাগবে আশা করি। তবে আমাদের টার্গেট সিনেমাটি দেখে যেন দর্শকরা তৃপ্ত হন। তাহলেই আমাদের স্বার্থকতা।’

অন্যদিকে, বরাবরই দর্শকদের মানসম্মত কনটেন্ট দিয়ে আসছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। দেশের আলোচিত, ব্যবসাসফল কিংবা সমালোচকদের দ্বারা সমাদৃত কনটেন্টের সঙ্গে চরকির সম্পৃক্ততা থাকছে। এর ধারাবাহিকতা বজায় রাখতে চান প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি। তিনি বলেন, ‘‘ঈদ উৎসবে বা যে কোনো সময়ে দর্শকের উচ্ছ্বসিত করে কিংবা ইন্ড্রাস্ট্রিকে এগিয়ে নেয় যেসব সিনেমা, ‘তাণ্ডব’ তেমন একটি প্রচেষ্টা। আশা করি দর্শক মাতবে ফিল্ম ফান ফুর্তিতে।”

সিনেমার বাকি অভিনয়শিল্পীদের নাম শীঘ্রই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট প্রযোজকেরা। একে একে প্রকাশ পাবে ‘তাণ্ডব’ সিনেমার আরও অনেক প্রচারণামূলক ভিডিও। সেগুলো দর্শকদের আরও চমকে দেবে বলে আশ্বস্ত করেছেন নির্মাতা রায়হান রাফী।   

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর